শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা–সহ সিবিআই হেফাজতে তিন, সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়

সন্দেশখালি কাণ্ডে এবার জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল সিবিআই। এই জিয়াউদ্দিন শাহজাহান শেখের ঘনিষ্ঠ বলে সিবিআই সূত্রে খবর। সোমবার রাতে একাধিক তথ্যের ভিত্তিতে জিয়াউদ্দিন এবং আরও দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে। এই দু’‌জন হলেন— দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি। আগে সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শিবু হাজরা এবং উত্তম সর্দার। সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সিবিআই। এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতার। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা জিয়াউদ্দিন মোল্লা সরবেড়িয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। দিদারবক্স পেশায় নিরাপত্তারক্ষী। তবে ফারুকের পেশা জানা যায়নি।

এদিকে নিজাম প্যালেস থেকে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। ইডি অফিসারদের উপর হামলা সংক্রান্ত মামলার তদন্তে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি, দিদারবক্স মোল্লা। ইতিমধ্যেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা চালাচ্ছে সিবিআই। তাঁকে জেরা করে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য সামনে উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই এবার জিয়াউদ্দিন–সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় এই প্রথম গ্রেফতার করল সিবিআই। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। কিন্তু ইডির অফিসারদের উপরে হামলার অভিযোগ ওঠে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। আক্রান্ত হয় কেন্দ্রীয় বাহিনীও।

আরও পড়ুন:‌ কীর্তি আজাদকে আক্রমণ করতে গিয়ে তাঁর বাবাকে টানল বিজেপি, মিলল জবাবও

অন্যদিকে সিবিআই নোটিশ দিয়ে জিয়াউদ্দিন, দিদারবক্স এবং ফারুককে ডেকে পাঠায়। কলকাতার নিজাম প্যালেসে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব তলে তাঁদের। কিন্তু তার কিছুক্ষণ পর তাঁদের গ্রেফতার করা হয়েছে। জিয়াউদ্দিনের আইনজীবী জানান, রাতে তিনি সিবিআইয়ের কাছ থেকে খবর পান যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ জানুয়ারি সন্দেশখালি গিয়েছিলেন ইডি অফিসাররা। সেখানেই শাহজাহানের বাড়ির কাছে তাঁদের উপর হামলা চলে। আহত হন ইডি অফিসাররা। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ধৃত এই তিনজন ওই হামলার ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে মনে করছে সিবিআই।

এছাড়া ইডি অফিসাররা অভিযোগ করেন, শুধু মারধর করাই নয়, তাঁদের কাছে থাকা মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছিল সেদিন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্তে নেমে সোমবার প্রথমবার তাঁরা শাহজাহানের ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কলকাতার সিবিআই দফতরে এই ঘনিষ্ঠরা গেলে কথায় ধরা পড়ে অসংলগ্নতা। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরই গ্রেফতার করা হয় জিয়াউদ্দিন, দিদারবক্সদের।