CAA Rules: সিএএ আবেদনের আগে কতদিন টানা থাকতে হবে এই দেশে? একটা সহজ বিষয় লেখাতেও হবে, সেটা কী?

Citizenship amendment Act 2019, সংক্ষেপে CAA। নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে খুশির হাওয়া। সিএএ লাগু হয়েছে মোটামুটি গোটা দেশজুড়ে। কিন্তু এই সিএএ নিয়ে নানা ধরনের নিয়ম রয়েছে। মানে সেখানে একটা উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে যে ব্যক্তি সিএএর জন্য় আবেদন করছেন তাকে আবেদন করার আগে টানা ১ বছর এই দেশে থাকতে হবে। তবেই তিনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে সেই আবেদনকারীই সিএএ পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন যিনি অন্তত আট বছরের মধ্য়ে ৬ বছর এই দেশে থাকেন। আর তার মধ্য়ে ওই ১২ মাসটাও যুক্ত হবে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবারই টুইট করে জানিয়েছিলেন, মোদী সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস ২০২৪-এর বিজ্ঞপ্তি জারি করেছে। ধর্মীয় গ্রাউন্ডে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে সংখ্য়ালঘুরা এদেশে এসেছিলেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। এই নোটিফিকেশনের মাধ্য়মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপর এক প্রতিশ্রুতি রক্ষা করলেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রীষ্টান তাঁদের প্রতি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করা হল।

সেই সঙ্গেই যে আইনটি কার্যকর করা হল সেখানে বলা হয়েছে, স্থানীয়ভাবে কোনও নাম করা ইনস্টিটিউশন থেকে তাঁকে লিখিয়ে আনতে হবে যে তিনি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি অথবা খ্রীষ্টান ধর্মভুক্ত। সেটাও ওই প্রতিষ্ঠান তাঁকে লিখে দেবেন। মানে তিনি যে হিন্দু অথবা আইনে উল্লিখিত নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত সেটার একটা সার্টিফিকেট তাঁকে জোগাড় করতে হবে।

সেই সঙ্গেই আবেদনকারীর তরফে একটা ঘোষণা করতে হবে। যাঁরা আবেদন করছেন তাঁরা ভারতকেই তাঁদের স্থায়ী বাসস্থান হিসাবে ধরে নেবেন।

এদিকে এই আইনের বলে অন্তত তিনটি ভাগ রয়েছে। সেখানে যে তিনটি ভাগ রয়েছে তার মধ্য়ে অন্য়তম হল ভারতীয় অরিজিন রয়েছে এমন কোনও ব্যক্তি, ভারতীয়কে বিয়ে করেছেন এমন কোনও ব্যক্তি, ভারতীয় বাবা মা রয়েছে এমন কোনও শিশু, একজন ব্যক্তি যাঁর বাবা অথবা মা স্বাধীন ভারতের নাগরিক ছিলেন, ওভারসিস সিটিজেন অফ ইন্ডিয়া বলে কারোর নাম নথিভুক্ত করা থাকলে, প্রাকৃতিকভাবে কেউ নাগরিকত্ব চাইলে এই আইনটি প্রযোজ্য করা হবে।

এদিকে নির্দিষ্ট ক্য়াটাগরিতে আবেদনকারী কোনও ব্যক্তিকে জানাতে হবে যে তিনি অষ্টম তফসিল অনুসারে নির্দিষ্ট ভাষা সম্পর্কে ঠিকঠাক জানেন।