Humayun Kabir: দরকার হলে ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাব, বললেন বিদ্রোহী হুমায়ুন কবির

লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা হতেই প্রত্যাশামতো তৃণমূলের অন্দরে শুরু হয়েছে দ্রোহকাল। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন একের পর এক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় যোগ হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নাম। এমনিতেই ঠোঁটকাটা বলে পরিচিত হুমায়ুন সাহেবের স্পষ্ট হুঁশিয়ারি, বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী মানবেন না তিনি। তাঁর বিরুদ্ধে ভোট করাবেন। এমনকী দরকার হলে নিজের দল তৈরি করে তার টিকিটে বহরমপুরে ভোটে লড়বেন তিনি।

আরও পড়ুন: ‘‌এটা শাসকের আইনের বদলে আইনের শাসন’‌, সিএএ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভার শেষে ঘোষণা করা হয় লোকসভা নির্বাচনে দলের প্রার্থীতালিকা। সেখানে বহরমপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের। দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘একবার বলতে পারত। আলোচনা করতে পারত। যদি বলত ওকেই মেনে নিতে হবে, মেনে নিতাম। কিন্তু যে ভাবে বহিরাগত প্রার্থী আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তা মানতে পারব না’।

আরও পড়ুন: নতুন প্রস্তাব দিয়ে ফোন ববির, ‘দোলাচলে’ ক্ষুব্ধ অর্জুন

তিনি আরও বলেন, ‘দলের এই সিদ্ধান্ত আমার কাছে অবমাননাকর। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাব। নির্বাচনটা ঘোষণা হোক। তার পর দেখাচ্ছি কী করতে পারি। দরকার হলে নিজে দল তৈরি করে তার টিকিটে বহরমপুর থেকে প্রতিদ্বন্দিতা করব’।

হুমায়ুন কবিরের রাজনৈতিক ইতিহাস বলছে, ২ বছরের বেশি কখনও এক দলে থাকেন না তিনি। কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে তৃণমূলে যোগদান করেন তিনি। এক কালে ছিলেন রেজিনগরের বিধায়ক। সেখান থেকে ২০০৯ সালে মুর্শিদাবাদ আসন থেকে বিজেপির টিকিটে লড়ে হারেন। ২০২১ সালে তৃণমূলের টিকিটে ভরতপুর থেকে জিতে বিধায়ক হন।