Mamata Banerjee at Siliguri: বউ -বাচ্চাকে খাওয়াতে কিছু তো একটা করতে হবে, অভিষেকের ‘ব্যবসা’ নিয়ে কী বললেন মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘কিছু না করলে বউ – বাচ্চাদের খাওয়াবে কী?’

এদিন মমতা বলেন, ‘আপনারা জানেন না। অভিষেক একজন যুবক। বিয়ে করেছে, ২টো বাচ্চা আছে, ওকে তো কিছু একটা করতে হবে। নইলে খাওয়াবে কী করে? কিছু তো একটা করতে হবে। ঘরে বসে থাকলে তো আর ভাত জুটবে না। ওর একটা ব্যবসা ছিল। সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে। আমি কিছু বলিনি, কারণ আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের যা আছে তুমি নিয়ে নেও। কিন্তু গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিও না’।

আরও পড়ুন: ‘‌এটা শাসকের আইনের বদলে আইনের শাসন’‌, সিএএ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে পৌঁছন ইডির গোয়েন্দারা। কী কারণে সুজয়কৃষ্ণের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসকে মোটা টাকা দিয়েছিলেন তা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছে তারা। এরই মদ্যে গত ২ জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় ৭.৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

আরও পড়ুন: পুজো দিলেন বর্গভীমা মন্দিরে, তমলুকে পৌঁছেই TMCকে হঠানোর ডাক অভিজিৎ গাঙ্গুলির

এদিন মমতার বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির তরফে জানানো হয়েছে, ‘ব্যবসা করলে নিজের নামে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে কেন দাবি করলেন অভিষেক। কী এমন ব্যবসা যে পরের নামে অ্যাকাউন্ট খুলে করতে হয়। আর তাতে কোটি কোটি টাকা রাতারাতি চলে আসে? ইডি অবৈধভাবে অভিষেকের সম্পত্তি অ্যাটাচ করে থাকলে কেন আদালতে যাচ্ছেন না তিনি? কেন মমতা বলছেন, ‘আমরা কিছু বলিনি’? কে বারণ করেছে ওনাকে বলতে? তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে ও আদালতের নজরদারিতে। সেখানে যাবতীয় সম্পত্তি কেনার আয়ের উৎসের নথি জমা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করুন অভিষেক। কেউ বারণ করেনি তো।’