SC on Child Pornography: শিশু পর্ন ডাউনলোড নিয়ে হাইকোর্টের অবস্থানে হতবাক সুপ্রিম কোর্ট, এল কড়া নির্দেশ

কারোর ক্ষতি না করে ব্যক্তিগতস্তরে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোডের ঘটনাকে অপরাধ বলে গণ্য় করেনি মাদ্রাজ হাইকোর্ট। এনিয়ে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চ তামিলনাড়ু পুলিশকে নোটিশ জারি করেছে ও অভিযুক্তকে এই মামলায় নোটিশ পাঠিয়েছে।

জানুয়ারি মাসে হাইকোর্টের তরফে রায় দেওয়া হয়েছিল যে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করা পকসো আইনে অপরাধ নয়। এটা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট অথবা ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্টের আওতায় এটা অপরাধ নয়, যতক্ষণ পর্যন্ত এটা ব্যক্তিগত পর্যায়ে থাকে, যতক্ষণ পর্যন্ত এটা কাউকে আঘাত করে না।

আদালত জানিয়েছিল, যখন এই ধরনের অশ্লীল ছবি বিলি বন্টন করা হয়, বা সকলের সামনে আনা হয় তখনই সেটা অপরাধ বলে গণ্য করা হবে।

২৮ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তিনি তার মোবাইল ফোনে এই শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করেছিলেন বলে খবর। এদিকে আদালতের তরফে বলা হয়েছিল, ওই ধরনের চাইল্ড পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে ওই ব্যক্তি একেবারে আসক্ত হয়ে গিয়েছিলেন। আদালত তাঁর কাউন্সেলিংয়ের কথা জানিয়েছিল। এদিকে গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের তরফে এক্স প্লাটফর্ম, ইউটিউব, টেলিগ্রামকে এনিয়ে সতর্ক করা হয়েছিল। এই ইস্যুকে কড়া পদক্ষেপ না নিলে তাদের আইনগত বৈধতা নষ্ট হয়ে যাবে বলেও বলা হয়েছে।

শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা হলেও সেটার বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে। কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই হাইকোর্টের আগের নির্দেশকেও সতর্ক করা হল এবার।