‘ব্যারাকপুরে BJP জিতবে’,পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদ্মের আরও কাছে অর্জুন

অর্জুন সিং-এর পদ্মে যোগ কী শুরু সময়ের অপেক্ষা? বুধবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিত আরও স্পষ্ট করলেন ব্যারাকপুরের সাংসদ। এদিন তিনি জানিয়ে দেন, ২০২৪-এ ব্যারাকপুরে আবার বিজেপি জিতবে। একই সঙ্গে তিনি ক্ষোভ উগরে দেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে।

মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে তার বিরোধ কিছু নতুন নয়। তৃণমূল পার্থী করার পর সেই ফাটল আরও চওড়া হয়েছে। এদিন পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অর্জুন বলেন, ‘ব্যারাকপুরের কোনও মানুষের ভাল করেনি তিনি। বড়মার মন্দির তৈরির জন্য জমি নিতে গিয়ে গরীব হকারদের চোখের জল ফেলিয়েছেন। হরিপুর জুট মিলের শ্রমিকদের ভাওতা দেওয়া হয়েছে। মানুষ এর জবাব দেবেন।’

অর্জুন স্পষ্টই জানিয়েছেন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে ব্যারাকপুরেই তিনি ভোটে দাঁড়াবেন। তাঁর দাবি দলের একাংশকে দিয়ে তাঁর বিরুদ্ধে বিরোধিতা করা হয়েছে। গোটাটাই ‘স্ক্রিপ্টটেড বলে মনে করে তিনি।

আরও পড়ুন। আজ থেকে রক্তের কোনও সম্পর্ক নেই, আমার ভাই বলবেন না, বাবুনকে ‘তাজ্য’ করলেন মমতা

তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় বেশ কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ইতিমধ্যেই তাঁর অফিস থেকে সরেছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি। এর আগে অর্জুন আপেক্ষের সুরে বলেন, ‘তৃণমূলে এসে তাঁর কোনও লভাই হল না। দেড়বছর আমার নষ্ট হয়ে গেল। ‘

আরও পড়ুন।  দেরিতে পৌঁছনোয় বীরভূম BJP সভাপতি ধ্রুব সাহাকে বৈঠকে ঢুকতে দিলেন না স্মৃতি ইরানি

সূত্রের খবর গত, ১০ মার্চ অর্জুন সিংকে ফোন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর,  তিনি বিকল্প প্রস্তাব দেন অর্জুন সিং-কে। তাঁকে বারনগরের বিধায়ক প্রার্থী করা হবে বলে জানান। জিতলে তাঁকে মন্ত্রিসভাতে নেওয়া হবে বলে আশ্বাস দেন ফিরহাদ হাকিম। অর্জুন সিং এই প্রস্তাবকে ললিপপ বলে মন্তব্য করেন মঙ্গলবার। তিনি বলেন, ‘ফিরহাদ হাকিম ফোন করে আমাকে ললিপপ দেওয়ার চেষ্টা করছিলেন। মোদীজি বলেছিলেন কারও সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না।’ তবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন. ব্যারাকপুর ছাড়া অন্য কোথাও লড়বেন না। 

প্রার্থী ঘোষণার পর কিছুটা রেখে ঢেকেই বলছিলেন অর্জুন সিং। কিন্তু দিন যত এগোচ্ছে তত খোলামেলা মন্তব্য করছেন ব্যারকপুরের সাংসদ। ব্যারাকরপুর থেকে যে বিজেপি জিতছে তা এদিন স্পষ্ট করেই জানিছেন।