Arjun Singh Vs TMC: উপ নির্বাচনে বরানগর থেকে জিতিয়ে এনে মন্ত্রী করা হবে অর্জুনকে, প্রস্তাব তৃণমূলের

লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই অর্জুন সিংয়ের বিজেপিতে ফেরা নিয়ে জোরদার জল্পনা চলছে। মঙ্গলবার সকালে ভাটপাড়ার বাসভবন মজদুর ভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোর পর আরও বেড়েছে সেই জল্পনা। ওদিকে তৃণমূলের তরফে অর্জুনকে ধরে রাখার চেষ্টাও চলছে জোর কদমে। সূত্রের খবর, অর্জুনকে রাজ্যে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল। কিন্তু সেই প্রস্তাবেও খুশি নন অর্জুন।

আরও পড়ুন: নতুন প্রস্তাব দিয়ে ফোন ববির, ‘দোলাচলে’ ক্ষুব্ধ অর্জুন

সূত্রের খবর, বিক্ষুব্ধ অর্জুনের মানভঞ্জনের জন্য তাঁকে মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে ফোনে অর্জুনকে জানানো হয়েছে তাপস রায়ের ইস্তফার ফলে খালি হওয়া বরাহনগর কেন্দ্র থেকে বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী করা হবে অর্জুনকে। সেখান থেকে জিতলে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী করা হবে। তবে সেই প্রস্তাবে খুশি নন অর্জুন।

সূত্রের খবর, বারাকপুর থেকে লোকসভা নির্বাচনের টিকিটই চাই অর্জুনের। সেজন্য বিজেপির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন তিনি। রাজ্য বিজেপির তরফে অর্জুনকে ফেরানোর প্রস্তাব পাঠানো হয়েছে দিল্লিতে। তবে সেখান থেকে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি। যার ফলে আটকে রয়েছে তাঁর বিজেপিতে যোগদানের প্রক্রিয়া। তবে তৃণমূলের প্রস্তাব যে তার না- পসন্দ তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন অর্জুন। তিনি বলেন, ‘আমাকে ললিপপ ধরানোর চেষ্টা হচ্ছে।’

আরও পড়ুন: ‘‌এটা শাসকের আইনের বদলে আইনের শাসন’‌, সিএএ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

অর্জুনের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, ২০১৯ সালেও লোকসভা নির্বাচনের টিকিট নিয়ে তৃণমূলের সঙ্গে একই রকম বিবাদ বেঁদেছিলেন অর্জুনের। অর্জুন দিল্লি যান এটা চায় না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই নানা অছিলায় তাঁকে রাজ্যের মধ্যে আটকে রাখার চেষ্টা হচ্ছে। ধীরে ধীরে তাঁর রাজনৈতিক সম্ভাবনা শেষ করতে চাইছে তৃণমূল।