Brave bus driver: যাত্রী বোঝাই চলন্ত বাস লক্ষ্য করে গুলি, জখম হয়েও গাড়ি নিয়ে ছুটলেন চালক

লুটপাটের উদ্দেশ্যে তীর্থযাত্রী বোঝাই চলন্ত বাস লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন বাসের চালক। সেই অবস্থার মধ্যেও তিনি বাস চালিয়ে স্থানীয় থানায় নিয়ে যান। এছাড়াও বাসের ৪ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী-নাগপুর হাইওয়েতে একটি টোল প্লাজার কাছে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুনঃ মণিপুরে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১৮ কোটি টাকা লুট করে পালাল সশস্ত্র দুষ্কৃতী দল

জানা গিয়েছে , রবিবার বাসটি বুলধানা জেলার শেগাঁওয়ে ৩৫ জন তীর্থযাত্রীকে নিয়ে গিয়েছিল। রাতে নাগপুরে ফেরার পথে এই হমালার ঘটনা ঘটে। জানা গিয়েছে, সেই সময় একটি বোলেরো গাড়ি বাসটিকে ওভারটেক করে। এরপর সামনে গিয়ে বাসের জানলা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে বোলেরো গাড়িতে থাকা দুষ্কৃতীরা। ঘটনায় বাসের চালক খোমদেব কাওয়াদের হাতে গুলি লাগে। এছাড়াও বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন।  হাত থেকে গলগল করে রক্ত বের হওয়া সত্ত্বেও বিপদ বুঝে বাস চালিয়ে যেতে থাকেন চালক। নিয়ন্ত্রণ না হারিয়ে জখম অবস্থার মধ্যেও ৩০ কিমি গাড়ি চালিয়ে তেওসা থানায় পৌঁছন এবং পুলিশকে জানান। শেষ পর্যন্ত দুষ্কৃতীরা গাড়ির পিছু ধাওয়া বন্ধ করে।

এক পুলিশ আধিকারিক জানান, চালকের সাহসিকতার জন্য বাসের সমস্ত তীর্থযাত্রী নিরাপদ ছিলেন। জানা গিয়েছে, নাগপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে চালক অমরাবতীর অম্বে মাতার মন্দিরে কিছুক্ষণের জন্য থামেন। এরপর নন্দগাঁওপেঠ টোল প্লাজা পার হওয়ার কিছুক্ষণ পরে চালক লক্ষ্য করেন যে একটি গাড়ি বাসের পিছু নিচ্ছে। তবে গুলি চালানোর আগে তিনি গাড়িটিকে ওভারটেক করতে দিয়েছিলেন। কিন্তু, গাড়িটি ওভারটেক করার পরেই গুলিবর্ষণ শুরু করে দুষ্কৃতীরা। 

পুলিশ জানিয়েছে, বাসটিকে নন্দগাঁওপেঠ থানা এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, ওই চালককে চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চালক বিপদ মুক্ত। প্রসঙ্গত, হাইওয়ে গ্যাং কয়েকদিন আগে নাসিক থেকে উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বর সহ একটি গাড়ি চুরি করেছিল। সেই ঘটনায় চুরির এফআইআরও দায়ের করেছিলেন গাড়ির মালিক। এরপরেই নাগপুরের বিভিন্ন প্রবেশ এবং বের হওয়ার পথে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে জানা যায়, গাড়িটি শহরের দিকে যাচ্ছে।  তারপরে গাড়িকে জবলপুর হাইওয়ের দিকে যেতে দেখা যায়। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে লুটপাটের উদ্দেশ্যে এদিন হামলা চালায় দুষ্কৃতীরা।