Dilip Ghosh: ‘কানের নীচে থাপ্পড় দিলেই ৭দিন শুনতে পাবে না’, TMC কর্মীদের হুঁশিয়ারি দিলীপের

লোকসভা ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে বেশি করে শোনা যাচ্ছে কুকথা। একে অপরকে হুঁশিয়ারি পালটা হুঁশিয়ারি দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব। আর এবার তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘কানের নীচে দু’ থাপ্পড় দিলে ৭ দিন শুনতে পাবে না।’

আরও পড়ুনঃ ‘‌ওইরকম সুন্দর মুখ দেখে আর ভোট দেবে না’‌, জুন মালিয়াকে সরাসরি কটাক্ষ দিলীপ ঘোষের

জানা গিয়েছে, মেদিনীপুর শহরে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির যুব মোর্চার কর্মসূচি ছিল। সেখানে সন্ধ্যা ৬টা নাগাদ আড্ডায় বসেছিলেন দিলীপ ঘোষ। সেই সময় পাশ দিয়ে তৃণমূলের একটি বাইক মিছিল যাচ্ছিল। এই বাইক মিছিল বার হয় কলেজ ময়দান থেকে। পঞ্চুরচকে মিছিল যাওয়ার পরেই দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে কটাক্ষ করতে শুরু করে। উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে থাকে। অভিযোগ, তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকে। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ ঘোষ। ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

এদিন এই ঘটনার পরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। যদিও সেই সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আবার ভাদুতলায় একই ঘটনা ঘটে। দিলীপ ঘোষ এরপর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া সহ অন্যান্য নেতাদের হুঁশিয়ারি করে বলেন, চা খেয়ে আড্ডা দেওয়াটাও তৃণমূলের ভালো লাগছে না। যদি কেউ ভাবে এরকমভাবে ভোট করাবে তাহলে সেটা ভুল। জুন মালিয়াসহ তৃণমূল নেতাদের সতর্ক করে তিনি জানান, বিজেপি পোস্টার ব্যানার দিয়ে ভোট করাবে না প্রয়োজনে অন্য কিছু দিয়ে ভোট করাবে। এরপরেই তিনি বলেন, ‘যারা কানে দুল পরে চেঁচামেচি করছে তারা বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দিতে। দিলীপ ঘোষ এ রকম জোচ্চোরদের বুকে পা দিয়ে এমপি জিতেছে। দিলীপ ঘোষ সমাজবিরোধী, গুন্ডা, পকেটমারদের কানের নীচে দু’ থাপ্পড় দিলেই ৭ দিন শুনতে পাবে না।’

অন্যদিকে, জুন মালিয়ার প্রসঙ্গ তুলে তাঁকে একজন ভদ্রমহিলা বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তবে কটাক্ষ করে বলেন, জুন মালিয়া রাজনীতির কিচ্ছু বোঝেন না। তবে তিনি ভালো মানুষ। একইসঙ্গে তৃণমূল প্রার্থীকে দুলক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দিলীপ। এছাড়াও, শত্রুঘ্ন সিন্‌হা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানকে বহিরাগত বলে আক্রমণ করেন।