Mamata Banerjee Family: ৩২ জনের পরিবার! বাবুন ছাড়া মমতার বড় ফ্যামিলিতে কে কে আছেন? ভাই কতজন?

‘বাবুন’ কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের উপর আবার লাইমলাইট এসে পড়েছে। ‘ছোটভাই’ স্বপনকে (যিনি বাবুন নামে পরিচিত) ‘ত্যাজ্য’ বলে ঘোষণা করে দিয়েছেন মমতা। হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করায় এবং নির্দল হিসেবে ভোটে লড়াইয়ের ইঙ্গিত দেওয়ার পরই কড়া ভাষায় মমতা বলেন, ‘আমাদের পরিবারে প্রায় ৩২ জন সদস্য আছে। আমাদের কেউ এরকম  বাবুনের মতো ‘লোভী’) নয়। এটায় (বাবুনের ঘটনায়) সবাই খুব ক্ষুব্ধ। আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন। ওকে আমার পরিবারের সদস্য বলে মনে করি না। আজ থেকে সব সম্পর্ক (ছিন্ন করলাম)।’ আর মমতার পরিবারে কে কে আছেন, তা দেখে নিন।

মুখ্যমন্ত্রী মমতার পরিবার

১) মমতার দাদা হলেন অজিত বন্দ্যোপাধ্যায়।

২) মমতার মেজো ভাই হলেন অসীম বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালে তিনি প্রয়াত হয়েছিলেন। তাঁর ছেলে হলেন আকাশ। অর্থাৎ আকাশ হলেন মুখ্যমন্ত্রীর ভাইপো। ২০২৩ সালে বান্ধবী উপাসনার সঙ্গে আকাশের বিয়ে হয়েছে।

আরও পড়ুন: Ramazan Special Ration Package by WB: রোজার ১ মাস সস্তায় রেশনের ‘বিশেষ প্যাকেজ’ দেবে মমতা সরকার! কী কী পাবেন? দাম কত?

৩) মমতার ভাই হলেন গণেশ বন্দ্যোপাধ্যায়।

৪) মমতার ভাই হলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। তাঁর ভালো নাম হল সমীর বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী হলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। যিনি কলকাতা পুরনিগমের কাউন্সিলর। কার্তিকদের ছেলে হলেন আবেশ বন্দ্যোপাধ্যায়। মাসকয়েক আগেই দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হয়েছে। আবেশ হলেন মমতার ভাইপো।

৫) মমতার ভাই হলেন অমিত বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী হলেন লতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন তাঁদের সন্তান। অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দুই সন্তান আছে – এক ছেলে এবং এক মেয়ে। অভিষেকের পিসতুতো বোন হলেন অদিতি গায়েন এবং অভিষেকের খুড়তুতো বোন হলেন অগ্নিশা বন্দ্যোপাধ্যায়।

৬) মমতার ‘ছোটভাই’ হলেন স্বপ্নন বন্দ্যোপাধ্যায় বা বাবুন। যাঁর সঙ্গে আজ সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee on ‘brother’ Swapan Banerjee: আজ থেকে রক্তের কোনও সম্পর্ক নেই, আমার ভাই বলবেন না, বাবুনকে ‘ত্যাজ্য’ করলেন মমতা

যদিও রক্তের সম্পর্কের ভিত্তিতে নিজের পরিবারকে আবদ্ধ রাখতে চাননি মমতা। বরং তিনি জানিয়েছেন যে বাংলার প্রত্যেকেই তাঁর পরিবারের সদস্য। তাঁর পরিবারের নাম হল মা-মাটি-মানুষ পরিবার। তৃণমূল সুপ্রিমো মমতার কথায়, ‘আমি যেদিন থেকে পার্টি করি, কোটি-কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমি একবার নয়, লাখ-লাখ বার বলেছি যে আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মা-মাটি-মানুষের পরিবার।’

আরও পড়ুন: ‘দুধের ডিপোয় কাজ করে বড় করেছি, ওকে হয়ত মানুষ করতে পারিনি’, ‘ভাই’ বাবুনকে লোভী বললেন মমতা