Primary TET Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও ৭ বিধায়ক ও কাউন্সিলর, আদালতে জানাল CBI

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ করা রিপোর্টে আরও ৭ জন গুরত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করল সিবিআই। বুধবার রিপোর্ট পেশের পর জানা গিয়েছে, যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই বিধায়ক বা কাউন্সিলর। এরা কে কী ভাবে দুর্নীতিতে যুক্ত তাও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সিবিআইয়ের এই রিপোর্টের ফলে আগামীতে নিয়োগ দুর্নীতিতে আরও গ্রেফতারির সম্ভাবনা তৈরি হল।

আরও পড়ুন: কবে ইন্টারভিউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচারদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?

বুধবার বিচারুতি অমৃতা সিনহার বেঞ্চে মুখ বন্ধ খামে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই রিপোর্টে রাজ্যের ৭ জন বিধায়ক ও কাউন্সিলরের নাম রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর রিপোর্টে সিবিআই জানিয়েছে, তদন্তে উঠে এসেছে এই বিধায়ক ও কাউন্সিলররা নিয়োগ দুর্নীতিতে জড়িত। দুর্নীতির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করেছে তারা। তাদের কে কী ভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছিল তা বিস্তারিতভাবে রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। এমনকী তদন্ত করতে গিয়ে কী ভাবে তাদের নাম উঠে এসেছে তাও উল্লেখ করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ‘ওকে জেতানো আমার দায়িত্ব’, দিল্লির ধমকে সুর বদলে টিগ্গার পাশে বার্লা

গত ৭ ফেব্রুয়ারি সিবিআইকে প্রাথমিক নিয়োগ তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই রিপোর্ট নিয়ে বুধবার ছিল শুনানি। শুনানিতে সিবিআই ও ইডির আইনজীবী ধীরজ সিংহ বলেন, ‘তদন্তে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে এসেছে। তবে খোলা আদালতে আমি তাদের নাম উচ্চারণ করছি না।’ শুনে বিচারপতি সিনহা বলেন, ‘ঠিক আছে, উল্লেখ করার প্রয়োজন নেই।’ এর পর সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘একটি দুর্নীতি আরেকটির সঙ্গে যুক্ত। একটার তদন্ত শুরু করলে আরেকটার তথ্য পাওয়া যাচ্ছে। অনেক নতুন নাম উঠে এসেছে।’