Suvendu Adhikari on CAA: কোনও কাগজ লাগবে না, CAAতে আবেদন করলেই পাবেন নাগরিকত্ব, আশ্বাস শুভেন্দুর

CAA-র অধীনে নাগরিকত্বের আবেদন করতে কোনও কাগজের প্রয়োজন হবে না। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নদিয়ার রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। সঙ্গে শুভেন্দুবাবু জানান, আবেদন করলেই পাওয়া যাবে নাগরিকত্বের সার্টিফিকেট।

আরও পড়ুন: কবে ইন্টারভিউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচারদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?

শুভেন্দুবাবু বলেন, ‘একটা আইন তৈরি হলে তার অনেক শর্ত থাকে। আমি রাজ্যের দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসাবে কথা দিয়ে যাচ্ছি, কোনও কাগজ লাগবে না। আবেদন করবেন। ২টো শুধুমাত্র বিষয়। এক, আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন। এটার জন্য কোনও কাগজ লাগবে না। নামই যথেষ্ট। সবার আবেদন করা বাধ্যতামূলক নয়। যারা আবেদন করবেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে। আপনার কাছে আর ৭১এর আগের দলিল চাইবে না’।

মমতা বন্দ্যোপাধ্যায়কে CAA বিরোধী প্রচারকে মিথ্যাচার বলে দাবি করে শুভেন্দুবাবু বলেন, ‘তাহলে কেন পাসপোর্ট – ভিসা করতে গেলে ৭১ সালের আগের দলিল চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কেন সরকারি চাকরির ভেরিফিকেশনের জন্য ৭১ সালের আগের দলিল দেখাতে হয়?’

আরও পড়ুন: ‘ওকে জেতানো আমার দায়িত্ব’, দিল্লির ধমকে সুর বদলে টিগ্গার পাশে বার্লা

দীর্ঘ অপেক্ষার পর সোমবার সন্ধ্যায় দেশজুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনবলে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে আসা সমস্ত অমুসলিম ভারতীয় নাগরিকত্ব পাবেন। এর ফলে তাঁদের দীর্ঘদিনের নাগরিকত্বের দাবি পূরণ হবে বলে মনে করছে বিজেপি। ওদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আসলে মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে আনা হয়েছে এই আইন।