‘‌আগামিকাল সূর্য উঠলে সব পরিষ্কার হয়ে যাবে’‌, নয়াদিল্লিতে গেলেন দিব্যেন্দু অধিকারী

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার একটি পদ্ম ফোটাতে চলেছেন নিজের বাড়িতে। নিজে গিয়েছেন বিজেপিতে। ছোট ভাই সৌমেন্দুকে নিয়ে গিয়েছেন। এবার কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমেন্দু অধিকারীই প্রার্থী। বাকি ছিল দিব্যেন্দু অধিকারী। এবার তিনি বিজেপিতে যাচ্ছেন বলে সূত্রের খবর। গুঞ্জন ছিলই। তিনিও নানাভাবে আগে বুঝিয়ে ছিলেন। এবার বিমান ধরে নয়াদিল্লির পথে যেতে চলেছেন দিব্যেন্দু অধিকারী। আগামীকাল, শুক্রবার রাজ্য–রাজনীতিতে বড় খবর হতে চলেছে। সেই ইঙ্গিত তিনিই দিয়ে রেখেছেন। কয়েকদিন আগে বাবা শিশির অধিকারী বলেছেন, শুভেন্দু যবে বিজেপিতে গিয়েছেন সেদিনই ধরে নেওয়া দরকার ছিল গোটা পরিবারই মোদী–শাহের সঙ্গে চলে গিয়েছে।

শিশিরবাবুর কথাটা যে ধ্রুব সত্য এবার সেটাই প্রমাণিত হতে চলেছে। সামনে লোকসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি দিব্যেন্দু অধিকারীকে। সুতরাং বিজেপিতে যাওয়ার রাস্তা একেবারে পরিষ্কার। সেখানে গিয়ে কোনও একটি আসন নিয়ে আসতে পারেন তিনি। তারপর পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিব্যেন্দু অধিকারী। এখন নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হলেন দিব্যেন্দু অধিকারী। এই সফরে দিব্যেন্দুর সঙ্গে দেখা হয়ে যাবে অর্জুন সিংয়ের। কারণ তিনিও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টিকিট পাননি। তাই গোঁসা করে বিজেপিতে ফিরছেন।

আরও পড়ুন:‌ নন্দীগ্রাম থেকে জলপাইগুড়ি, স্পেন থেকে কালীঘাট, বারবার আহত হয়েছেন মুখ্যমন্ত্রী

কয়েকদিন আগে দিব্যেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেছিলেন, সুযোগ পেলে বিজেপি দলে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ করেছিলেন। তবে সেভাবে বিষয়টি ঘটেনি। তাই এবার সরাসরি নয়াদিল্লি পাড়ি দিচ্ছেন তিনি। আর আজ, বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দিব্যেন্দু অধিকারী বলেন, ‘‌শুক্রবার সকাল হলে সব কিছু বুঝতে পারবেন।’‌ সুতরাং আগামীকাল সকালেই নয়াদিল্লি থেকে বিজেপি যোগের খবর আসতে পারে। সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন দিব্যেন্দু। আবার আজই রাতের বিমানে নয়াদিল্লি উড়ে যাচ্ছেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, বিজেপিতে ফিরছেন। আর এই একসঙ্গে দুই নেতার নয়াদিল্লি যাওয়া নিয়ে দিব্যেন্দু বলেন, ‘‌অর্জুন সিং আর আমার যাওয়া একসঙ্গে যাওয়াটা কো ইনসিডেন্স। আমার নয়াদিল্লি যাত্রা পূর্ব নির্ধারিত ছিল।’‌

তবে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার কথা ভেবে রেখেছে। এই বিষয়ে দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য মানুষ। যদি প্রার্থী হন আমি তাঁকে স্বাগত জানাব। অনেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। সংসদ শেষ হয়ে যাচ্ছে। বিজেপি কংগ্রেস অনেকের সঙ্গেই আমার দেখা হতে পারে। কী হবে না হবে আগামিকাল সূর্য উঠলে সব পরিষ্কার হয়ে যাবে।’‌ ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিব্যেন্দুর কথা হয়েছে বলে সূত্রের খবর।