কালীঘাটে গৃহদাহ! হাওড়ায় প্রসূনের বিরুদ্ধে নির্দল প্রার্থী হবেন মমতার ভাই বাবুন

রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা হতেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছিল দ্রোহ। সেই বিদ্রোহ এবার গিয়ে পৌঁছল কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তৃণমূলনেত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় অখুশি তিনি। এমনকী হাওড়া থেকে তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়তে পারেন বলেও আভাস দিয়েছেন বাবুনবাবু। তবে দিদি যতদিন বেঁচে আছে ততদিন তিনি তৃণমূল ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘ওকে জেতানো আমার দায়িত্ব’, দিল্লির ধমকে সুর বদলে টিগ্গার পাশে বার্লা

বর্তমানে দিল্লিতে রয়েছেন বাবুনবাবু। ভোটের মুখে তাঁর দিল্লি যাত্রায় তিনি বিজেপিতে যোগদান করেছেন বলে জল্পনা ছড়ায়। তবে বুধবার সকালে এব্যাপারে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূলনেত্রীর ভাই। তিনি বলেন, দিদি যতদিন আছে ততদিন দল ছাড়ব না।

এদিন বাবন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাওড়ায় যাকে প্রার্থী করা হয়েছে তার থেকে অনেক যোগ্য প্রার্থী সেখানে ছিল। মোহনবাগানের বৈঠকে প্রসূন বন্দ্যোপাধ্যায় যে ভাবে আমাকে অপমান করেছেন তা আমি জীবনে ভুলব না। যার প্রাথমিক স্কুলের চৌকাঠ পার করার যোগ্যতা নেই তাঁকে গ্র্যাজুয়েট করে দেওয়া হয়েছে। উনি মানুষের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না।’

আরও পড়ুন: কবে ইন্টারভিউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচারদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?

এর পরই তিনি বলেন, ‘এই প্রার্থীকে হাওড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা মানতে পারছেন না। তাই আমি সেখান থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছি।’

নিজের দিল্লিযাত্রার সঙ্গে বিজেপিতে যোগদানের কোনও সম্পর্ক নেই বলে দাবি করে বাবুনবাবু বলেন, ‘আমার এক দাদার অস্ত্রোপচার হবে। সেজন্য আমি দিল্লিতে এসেছি। দিদি যতদিন বেঁচে রয়েছেন ততদিন তৃণমূলেই থাকব’।