বঙ্গ–বিজেপির প্রার্থী তালিকা নিয়ে মুষলপর্ব চলছে, জল মাপতে গিয়ে বিলম্ব হচ্ছে

ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী ঘোষণা করলেও পরে একটি নিয়ে সমস্যা দেখা দেয়। পবন সিং সরে দাঁড়ানোয় ১৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। বাকি ২৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে হিমশিম খাচ্ছে বিজেপি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হলেও সেখানে বাংলার কোনও আসনের উল্লেখ নেই। তাই বাকি আসনগুলির প্রার্থী কবে ঘোষণা করা হবে?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে প্রার্থী নিয়ে জল মাপতে সময় নেওয়া হচ্ছে। তবে শীঘ্রই বাকি কেন্দ্রগুলির প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে সূত্রের খবর।

এদিকে এই নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে প্রার্থী তালিকা প্রকাশ করতে বিজেপি ব্যাকফুটে। তবে গেরুয়া শিবিরের অনেক নেতার মত, ভোট হবে পদ্ম প্রতীকে আর নরেন্দ্র মোদীর ক্যারিশ্মায়। কিন্তু বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত সোশ্যাল মিডিয়া মন্তব্য করেন, ‘বিজেপি ১০ দিন আগে প্রার্থী তালিকা ঘোষণা করে যে গতি দেখিয়েছিল সেটা পরবর্তী তালিকা ঘোষণা করতে দেরি হওয়ায় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ তৃণমূল নিষ্ঠুর দল। কোনও ব্যাকরণ মানে না। বেশি দেরি হলে নানারকম জল্পনা ছড়াতে পারে। যেটা দলের পক্ষে ক্ষতিকর হতে পারে।’‌

আরও পড়ুন:‌ রাত পোহালেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো, নিরাপত্তারক্ষীরা কর্মচ্যুত হওয়ায় তৈরি আশঙ্কা

অন্যদিকে বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে অনেক মতভেদ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এক একটি কেন্দ্রে তিনটি থেকে চারটি নাম জমা পড়েছে। তার সঙ্গে সুপারিশ। কারও সুপারিশ কত জোরালো তার উপর নির্ভর করছে প্রার্থী কে হবেন। সিটিং এমপি অনেকে টিকিট পাবেন না। সেখানে নতুন মুখ আসতে পারে। তবে এখানেও কাজ করছে গোষ্ঠীকোন্দল। তাতে অনেকে বাদ পড়তে পারেন। আবার যাঁকে টিকিট দেওয়া হবে তিনি জিততে পারবেন কিনা—এমন নানা জল মাপা চলছে। তাই দেরি হচ্ছে প্রার্থী তালিকা প্রকাশ পেতে। গত ২ মার্চ বাংলার ২০টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তার মধ্যে একটি গোলমাল হয়। সুতরাং সংখ্যা ১৯। অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ পেলেও বাংলা ব্রাত্যই রয়েছে।

তবে সূত্রের খবর, এখনও ২৩জন প্রার্থীর নাম চূড়ান্ত করা যায়নি। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধরা এখন বিজেপি যাবে কিনা তা নিয়েও চিন্তাভাবনা চলছে। কাদের নেওয়া হবে এবং কাদের নেওয়া হবে না সেই তালিকা বানানো হচ্ছে। এই নিয়েও একাধিক মত রয়েছে বঙ্গ–বিজেপির অন্দরে। সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে প্রার্থী তালিকা নিয়ে। প্রার্থী ঘোষণার পরে যদি কোনও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তাহলে চাপ বাড়বে। এটা এড়াতেই এখন জল মাপার কাজ চলছে। বিতর্ক হবে না এমন প্রার্থী তালিকাই তৈরি করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‌বিজেপি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল নয়। বিজেপির প্রার্থী ঘোষণা করার পিছনে নির্দিষ্ট পদ্ধতি মানতে হয়। বাংলার নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’‌