Cong MP on Pulwama Attack:‘পুলওয়ামা হানায় পাকিস্তানের যোগ কোথায়?’ কংগ্রেসের MPর মন্তব্যে বিতর্ক তুঙ্গে, শেষে দিলেন সাফাই

পুলওয়ামা হামলা নিয়ে সদ্য এক মন্তব্যের জেরে কেরলের কংগ্রেস সাংসদ অ্যান্টো অ্যান্টনি বিপুল সমালোচনার মুখে পড়েন। এক টিভি সাক্ষাৎকারে বিজেপির দিকে তিনি নিশানা করছিলেন। তখনই উঠে আসে সেই বিতর্কিত মন্তব্য। ‘পুলওয়ামার হামলায় পাকিস্তানের যোগ কোথায়?’ কংগ্রেসের সাংসদ অ্যান্টো অ্যান্টনির এই মন্তব্যের পরই ওঠে বিতর্কের ঝড়। পরে যদিও সেই মন্তব্য নিয়ে নিজের সাফাই পেশ করেছেন কংগ্রেসের সাংসদ।

কেরলের পথনমথিট্টা এলাকার কংগ্রেসের সাংসদ অ্যান্টো অ্যান্টনি। সদ্য এক সাক্ষাৎকারে তিনি বিজেপিকে টার্গেট করে একের পর এক তোপ দাগেন। অ্যান্টো অ্যান্টনি প্রশ্নের সুরে দাবি করেন, শেষ বারের ভোট কি ওরা (বিজেপি) যেতেনি ৪২ জন জওয়ানের আত্মত্যাগকে ভিত্তি করে? তিনি বলেন, যে জওয়ানরা দেশকে রক্ষার্থে এমন একটা জায়গায় ছিলেন যোখানে নানান আবহাওয়াগত চ্যালেঞ্জ রয়েছে? অ্যান্টো অ্যান্টনির অভিযোগ, বিজেপি এবারের লোকসভা ভোট জিততে নিজের ট্রাম্পকার্ড হিসাবে সিএএ-কে ব্যবহার করছে। অ্যান্টনি এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘এই বছর এটা সিএএ নিয়ে। আর গতবার ছিল পুলওয়ামা। আর পুলওয়ামা কী ছিল? সেটা কি ৪২ জন জওয়ানের আত্মবলিদান ছিল না?’ এরপরই নানান বক্তব্যক্রমে সাংবাদিক ওই কংগ্রেসের সাংসদকে পুলওয়ামা হামলায় পাকিস্তানের যোগ নিয়ে প্রশ্ন করেন। জবাবে অ্যান্টো অ্যান্টনি বলেন, ‘পুলওয়ামা হামলায় পাকিস্তানের কী যোগ ছিল?’ নিজের বক্তব্যের সমর্থনে তৎকালীন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের বক্তব্যকেও তুলে ধরেন ওই কংগ্রেসের সাংসদ। সত্যপাল মালিকের মন্তব্য ধরে কংগ্রেসের সাংসদ দাবি করেন যে পুলওয়ামা হামলায় বিপুল পরিমাণে আরডিএক্স ব্যাবহার হয়েছে। 

(Viral Optical Illusion: লাল গোলাকার অংশে চোখ রেখে কোন সংখ্যা দেখছেন? বলুন ৫ সেকেন্ডে! রইল অপটিক্যাল ইলিউশনের ধাঁধা)   

এদিকে, কংগ্রেসের সাংসদের এই মন্তব্য লোকসভা ভোটের আগে ঝড় তুলেছে। বিজেপির কেরলের প্রধান কে সুন্দরন বলেন, কংগ্রেসের অ্যান্টো অ্যান্টনির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। কে সুন্দর বলেন, ‘অ্যান্টো অ্যান্টনির স্পষ্ট করা উচিত যে, কার সমর্থন পেয়ে তিনি এই অপমানজনক মন্তব্য করছেন?’

এদিকে, বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় হতেই সাফাই দিয়েছেন অ্যান্টো অ্যান্টনিও। অ্যান্টনিও বলছেন, তিনি একবারও বলেননি যে পাকিস্তানের কোনও যোগ নেই পুলওয়ামা হামলায়। তিনি শুধু সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে কোনও মতামত এই নিয়ে প্রকাশ করেননি। তবে তাঁর সাফাইয়ের পরও বিতর্ক কার্যত থামছে না।