Mamata Banerjee health update: রক্তপাত বন্ধ হয়েছে, ভয়ের কিছু নেই বলেছেন চিকিৎসকরা, বললেন মমতার ভাই কার্তিক

বাড়িতেই পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিত করলেন তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি জানালেন দিদিকে নিয়ে ভয়ের কিছু নেই। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে জানিয়েছেন তিনি। সজ্ঞানে রয়েছেন মুখ্যমন্ত্রী। 

কার্তিকবাবু বলেন, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। তবে যা জানতে পেরেছি তাতে দিদি বাড়িতেই কোথাও পড়ে গিয়ে আঘাত পেয়েছে। ওকে পিজিতে নিয়ে গিয়েছে। অনেকটা রক্ত পড়েছে। দিদির কপালে বেশ কয়েকটা সেলাই পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। তবে বাড়তি সাবধানতা হিসাবে তাঁরা মস্তিষ্কে কোনও আঘাত লেগেছে কি না জানতে ট্রমা কেয়ারে নিয়ে যাবেন দিদিকে।

SSKM হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ক্ষতস্থানে সেলাই করেছেন চিকিৎসকরা। বন্ধ হয়েছে রক্তক্ষরণ। তবে ইন্টারনাল হ্যামারেজ পরীক্ষা করতে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কের সিটি স্ক্যান করতে চান চিকিৎসকরা। সেজন্য মুখ্যমন্ত্রীকে রাতেই অন্য একটি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, রাতেই মুখ্যমন্ত্রীকে বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে ভর্তি করা হতে পারে। 

জানা গিয়েছে, নিজের বাড়ির সামনের ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার সময় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি রক্তচাপের হঠাৎ তারতম্যের কারণে পড়ে গিয়েছেন কি না তা ও খতিয়ে দেখছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবরে ছুটে এসেছেন SSKMএর প্রথিতযশা চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে হিন্দুস্তান টাইমস গোষ্ঠী।