Mamata on ‘brother’ Swapan: আজ থেকে রক্তের কোনও সম্পর্ক নেই, আমার ভাই বলবেন না, বাবুনকে ‘ত্যাজ্য’ করলেন মমতা

‘ভাই’ স্বপ্নন বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ করতেই তাঁকে ‘ত্যাজ্য’ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, স্বপ্ননকে (ডাকনাম বাবুন) যেন আর তাঁর ভাই বলে অভিহিত না করা হয়। আজ থেকে তাঁর সঙ্গে রক্তের সম্পর্ক ছিন্ন করে দিলেন। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো দাবি করলেন যে প্রতিটি নির্বাচন এলেই বাবুন ‘অশান্তি’ করেন। এতদিন অনেক ‘অশান্তি’ সহ্য করেছেন, আর করবেন না। তাঁর পরিবারে কোনও ‘লোভী’ লোকের ঠাঁই নেই বলেও জানিয়ে দেন মমতা। তবে কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন যে ‘আমার সঙ্গে সম্পর্ক ছিল একদিন। কিন্তু এখন আর নেই। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজ নয়, প্রতিটি ভোটেই এরকম করে। অনেক অশান্তি করেছে। অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গিয়েছে। আমাদের বলা উচিত নয়। কিন্তু অভিষেককে (বন্দ্যোপাধ্যায়) বলছিলাম যে বাবার যখন মারা গিয়েছে, তখন ওর বয়স আড়াই। আমি ৪৫ টাকা পেতাম। দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে রাজনীতিটা করতাম বলে ওকে হয়ত মানুষ করতে পারিনি। হয়তো সবাইকে মানুষকে করতে পেরেছি।’

মমতা এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন তৃণমূলের বিরুদ্ধে ফোঁস করতে শুরু করেছেন বাবুন। মমতার ‘ভাই’ জানিয়েছেন যে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন না। যতদিন ‘দিদি’ আছেন, ততদিন অন্য কোনও দলে যাওয়ার কোনও প্রশ্নই উঠছে না বলে দাবি করেন বাবুন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পশ্চিমবঙ্গের কোনও লোকসভা কেন্দ্র নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। আর সেটা সম্ভবত হাওড়াই হতে চলেছে বলে সূত্রের খবর। 

আরও পড়ুন: কালীঘাটে গৃহদাহ! হাওড়ায় প্রসূনের বিরুদ্ধে নির্দল প্রার্থী হবেন মমতার ভাই বাবুন

যদিও বুধবার উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হাওড়া থেকে তৃণমূলের টিকিটে লড়াই করবেন প্রাক্তন ফুটবলার প্রসূনই। প্রার্থী পরিবর্তনের কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘দেখুন আপনাদের একটা কথা বলি। আমি এটা শুনেছি, আমার কানে এসেছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি-কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমি একবার নয়, লাখ-লাখ বার বলেছি যে আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মা-মাটি-মানুষের পরিবার।’ সেইসঙ্গে তিনি জানান, পরিবারতন্ত্রে বিশ্বাস করেন না, বিশ্বাস করেন মানুষতন্ত্রে।

মমতা আর কী কী বললেন?

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রক্তের পরিবার যদি ধরেন নয়া প্রজন্মের ক্ষেত্রে….কয়েকদিন আগে পাহাড়ে যেমন একটা বিয়ে হল…আমাদের পরিবারে প্রায় ৩২ জন সদস্য আছে। আমাদের কেউ এরকম নয়। এটায় (বাবুনের ঘটনায়) সবাই খুব ক্ষুব্ধ। আমি সরাসরি বলছি, বড় বলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন। ওকে আমার পরিবারের সদস্য বলে মনে করি না। আজ থেকে সব সম্পর্ক (ছিন্ন করলাম)।’

তিনি আরও বলেন, ‘শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মা-মাটি-মানুষ পরিবারেরও যারা আছে, তাদের সঙ্গে ওর সম্পর্ক ছেদ হয়ে গেল। আজ থেকে আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ব্যক্তি হিসেবে পরিচয় দিতেই পারেন। সেটা আপনাদের ব্যাপার। কিন্তু দয়া করে কেউ আমার নামটা ব্যবহার করবেন না। কারণ আমি ওর সঙ্গে পুরোপুরিভাবে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। নো রিলেশন। সুতরাং আমাদের দল যাঁকে প্রার্থী করেছে, তিনিই প্রার্থীই।’

আরও পড়ুন: Mamata Banerjee: হাবড়ায় স্বর্নিভর গোষ্ঠীর স্টল থেকে ৫টি হার কিনলেন মুখ্যমন্ত্রী, দামও দিলেন নগদে

বাবুনের বিরুদ্ধে তুমুল অসন্তোষ প্রকাশ করে মমতা বলেন, ‘যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, তার অনেক কাজকর্মই আমার অনেকদিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি কখনও অন্যায় সহ্য করি না। কিন্তু সবাই তো সবটা বাইরে বলতে পারে না। অনেক সময় বুক ফাটে। কিন্তু মুখ ফাটে না।’

আরও পড়ুন: Ramazan Special Ration Package by WB: রোজার ১ মাস সস্তায় রেশনের ‘বিশেষ প্যাকেজ’ দেবে মমতা সরকার! কী কী পাবেন? দাম কত?