Mumbai Indians captain Rohit Sharma stopped Jasprit Bumrah, Hardik Pandya drop Parthiv Patel

নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দুই তারকাই কিন্তু আইপিএলের মাধ্যমেই প্রাথমিকভাবে পরিচিতি পান। তবে এই দুই তারকার সাফল্যের পিছনে আরেকজনের বড় ভূমিকা রয়েছে যিনি তরুণ অবস্থা দুই তারকার প্রতিভাতেই ভরসা দেখিয়েছিলেন। তিনি আর কেউ নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

যশপ্রীত বুমরা কেরিয়ারের একেবারে শুরু দিকে আহামরি পারফর্ম করতে পারেননি। সেই সময় মুম্বই ফ্র্যাঞ্চাইজির তরফে মরশুমের মাঝপথেই বুমরাকে ছেড়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছিল। কিন্তু রোহিতেই বুমরার প্রতিভা বুঝে তাঁকে দলে রাখার আগ্রহ দেখেন। এমনটাই জানান রোহিতদের প্রাক্তন মুম্বই সতীর্থ পার্থিব পটেল। তিনি জানান, ‘রোহিত সবসময় দলের খেলোয়াড়দের পাশে থাকেন এবং এর সবচেয়ে বড় দুই উদাহরণ হল যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য। বুমরা ২০১৪ সালে মুম্বইয়ে যোগ দেন। ২০১৫ সালে তাঁর প্রথম মরশুম কিন্তু পরিকল্পনামাফিক কাটেনি। মুম্বই বুমরাকে মরশুমের মাঝপথেই বাদ দেওয়ার কথা ভাবছিল। কিন্তু রোহিত ওর দক্ষতা বুঝে ওকে দলে ধরে রাখতে বদ্ধপরিকর ছিল। ২০১৬ সালে তারপর বুমরা কেমন পারফর্ম করে, তা সকলেই দেখেছে।’

বুমরা ২০১৩ সালে আদপে পল্টন শিবিরে যোগ দেন। প্রথম তিন মরশুমে ১৭ ম্যাচ খেলে তাঁর দখলে মাত্র ১১টি উইকেট ছিল। তবে রোহিতের ব্যাকিংয়ের পর ২০১৬ মরশুমে তিনি ১৬টি উইকেট নেন। অপরদিকে, ২০১৬ মরশুমে হার্দিক ১১ ম্যাচ খেলে মাত্র ৪৪ রান করেন, বল হাতে নেন ১১ উইকেট। তবে রোহিত সেইসময় তাঁর পাশে দাঁড়ান। তারপরেই ঘুরে দাঁড়ান হার্দিক। ‘হার্দিকের ক্ষেত্রেও ছবিটা একইরকম। ২০১৫ সালে দলে যোগ দেওয়ার পর হার্দিক চারিদিকে শোরগোল ফেলে দেন। তবে ২০১৬ মরশুমটা ওর জন্য খুবই খারাপ কাটে। আনক্যাপড খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিরা তাড়াতাড়ি ছেড়ে দেয়। রঞ্জি ট্রফি তথা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তারা ভাল পারফর্ম করলে সেক্ষেত্রে আবার দলে নেওয়া হয়। তবে রোহিত এমনটা হতে দেয়নি। ওইজন্যই আজ ওরা এত বড় ক্রিকেটার হতে পেরেছে। ‘ জানান পার্থিব।

তবে ঘটনাক্রমে, সেই হার্দিকই আট বছর পর এ মরশুমে রোহিতের বদলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার দায়ভার পেয়েছেন। রোহিত পল্টনদের পাঁচ খেতাব জিতিয়েছেন। হার্দিক কতটা সফল হন, এবার সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রিভার্স স্যুইপ, স্ট্রেট ড্রাইভে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে চেনা মেজাজে পন্থ

আরও দেখুন