Nawsad Siddiqui: রণেভঙ্গ নওসাদের? ISFএর আসন তালিকাতেই নেই ডায়মন্ড হারবার

ঝগলোবাজার গরম করেও শেষ মুহূর্তে রণে ভঙ্গ দিলেন নওসাদ সিদ্দিকি। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি। রাজ্যে যে ৮টি কেন্দ্রে ISF লড়বে বলে এদিন ঘোষণা করা হয়েছে তার মধ্যে নাম নেই ডায়মন্ড হারবারের।

গত কয়েক মাস ধরে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে ঝড় তুলেছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ। নওসাদের ঘোষণা নিয়ে তৃণমূল ও ISFএর মধ্যে ব্যাপক বাগযুদ্ধ শুরু হয়। কিন্তু বৃহস্পতিবার বামেদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর ISF যে আসন তালিকা ঘোষণা করেছে তাতে নেই ডায়মন্ড হারবারের নাম।

আরও পড়ুন: ভাঙড়ে আদিবাসীদের জমি জবরদখল করে অবৈধ নির্মাণ, শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতার নামে অভিযোগ

ISFএর কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক বলেন, ‘আমাদের তরফে রাজ্যে মোট ২০টি আসনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করা হয়েছিল। কিন্তু ISF ৮টি আসনে লড়বে বলে চূড়ান্ত সমঝোতা হয়েছে। বারাসত, বসিরহাট, মথুরাপুর ও যাদবপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে লড়াই করতে চায় তারা’। কিন্তু সিপিএম জানিয়ে দেয় যাদবপুর আসন কিছুতেই ছাড়বে না তারা। সেখানে আগে থেকে তাদের প্রার্থী ঠিক করা রয়েছে। এর পর ISFএর তরফে যাদবপুরের পরিবর্তে বালুরঘাট, ঝাড়গ্রাম ও জয়নগরের মধ্যে যে কোনও একটি আসন দাবি করা হয়। সঙ্গে শর্ত দেওয়া হয়, যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে দাঁড় করালে তবেই আসনটি ছাড়বে তারা। তবে ISFএর সেই শর্তও মানেনি সিপিএম। যাদবপুর তেকে সৃজন ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে তারা।

কিন্তু ডায়মন্ড হারবার থেকে লড়াই করার কথা বলেও নওসাদের পিছিয়ে আসার ঘটনায় অনেকেই বিদ্রুপ করতে শুরু করেছেন। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। ISF সূত্রে খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রে নওসাদ লড়বেন কি না তা তিনিই ঠিক করবেন। বামেরা ওই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা না করায় নওসাদের হাতে এখনও সময় আছে বলে মনে করছে তারা।