Sujata-Soumitra: মমতাকে ‘মা সারদা’র সঙ্গে তুলনা সুজাতার, TMC প্রার্থীকে ‘পাগল’ বলে তোপ সৌমিত্রর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও ‘মা সারদা’ আবার কখনও ‘মা দুর্গা’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতারা।  আর এবার লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা সারদা’র সঙ্গে তুলনা করে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেছেন, ‘মা সারদার মতো একজন রয়েছেন তিনি হলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুনঃ সৌমিত্রকে ‘লম্পট চরিত্রহীন’ বলে কটাক্ষ, ‘কোথায় গেল ১৫ কোটি?’ প্রশ্ন সুজাতার

বাঁকুড়ার ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার যোগ দেন সুজাতা মণ্ডল। এদিন তিনি ওই অনুষ্ঠান শেষে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘৩৪ বছরের বাম শাসনে এখানকার মানুষরা তাদের অধিকার পাননি।’ শুধু তাই নয়, তিনি আরও বলেন, ‘১০ বছরের সাম্প্রদায়িক বিজেপির আমলেও কিছু পাননি। তারা বলছেন দেওয়ার মতো একজনই হাত তুলে বসে রয়েছেন তিনি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীকে কেন মা সারদার সঙ্গে তিনি তুলনা করলেন তা নিজের মতো করে ব্যাখ্যাও দিয়েছেন সুজাতা মণ্ডল। এ প্রসঙ্গে সুজাতা বলেন, ‘সারদা মা কথাটা এই কারণেই বললাম। কারণ আমাদের বিষ্ণুপুরের কাছেই জয়রামবাটী। এখানেই মা সারদার অবস্থান।’ এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে কোনো ভেদাভেদ নেই বলেও তিনি দাবি করেন। সে কথা বোঝাতে গিয়ে সুজাতা বলেন, ‘মা যেমন বলতেন আমি সকলের মা তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-শিখ কোনও ভেদাভেদ নেই। তিনি সকলের জন্য দুহাত তুলে দিয়েছেন।’ 

সুজাতার এই মন্তব্য প্রকাশ্যে  আসতেই তীব্র কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, মা সারদা গোটা জগতের মা। উনি পাগলের মতো কথা বলছেন। সন্দেশখালি সহ সারা রাজ্যের মা-বোনেরা তার জবাব দেবে। প্রসঙ্গত, এর আগেও তৃণমূল নেতা নির্মল মাজিকে এই ধরনের বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন। আর এবার সেই সুরেই মুখ্যমন্ত্রীকে মা সারদার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালে বিষ্ণুপুরের তৃণমূল সুজাতা মণ্ডল।