Viral Video: প্রেসার কুকারে রান্না দেখেছেন, এটি দিয়ে ইস্ত্রি করা দেখেছেন কখনও? এই ভিডিয়োটি তাহলে দেখুন

আরও পড়ুন:জামাকাপড় ইস্ত্রি করার জন্য আয়রন হলেই হয়ে যেত। কিন্তু এত সাধারণ উপায়ে আর কাজটি করতে মন চাইল না মহিলার। ভাবলেন, একটি অসাধারণ কিছু করা যাক, যেমন ভাবা তেমন কাজ। তুলে নিয়ে এলেন আস্ত একটি প্রেসার কুকার। তারপর যেভাবে যা করলেন, তা আপনি নিজের চোখে না দেখলে বিস্বাসই করতে পারবেন না।

আসলে মহিলাদের রান্নাঘর অনেকটা কল্পতরুর মতোই। চালের কৌটোয় পয়সা রাখা থেকে শুরু করে ত্বকের যত্নে নানান সামগ্রী পর্যন্ত, সবই থাকে। তবে জামাকাপড় ইস্ত্রি করার জন্য আয়রন বিকল্পটি যে রান্নাঘরেই রয়েছে, সে বিষয়ে কিন্তু অনেকেই অবগত ছিলেন না। ওই মহিলা জামাকাপড় ইস্ত্রি করার এমন কৌশল ব্যবহার করেছেন যে তার ভিডিয়ো ইন্টারনেটেই ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: (‘Zero-Food Children’ Report: ভারতের ৬০ লাখ শিশু ‘অভুক্ত’? ‘জিরো ফুড চিল্ডরেন’ রিপোর্ট নিয়ে মুখ খুলল কেন্দ্র)

  • ভাইরাল ভিডিয়ো

ভাইরাল হওয়া এই ক্লিপে দেখা যাচ্চে যে কুকারটি ইন্ডাকশনে রাখা হয়েছে এবং একজন মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। কুকারের শিস দেওয়ার সঙ্গে সঙ্গেই মহিলাটি ইন্ডাকশন কুকার থেকে তুলে নিয়ে বেডরুমে চলে আসেন। সেখানে পৌঁছে কুকারের সাহায্যে শার্ট ইস্ত্রি করা শুরু করে দেন। মহিলার এই আয়োজন দেখে হুঁশ হারিয়েছে ইন্টারনেট। অনেকেই নিজেদের হাসি নিয়ন্ত্রণ করতে পারছেন না।

  • কী বলছেন ব্যবহারকারীরা

এই ১৭-সেকেন্ডের ভিডিওটি এক্স হ্যান্ডেল @Babymishra_ দ্বারা ১৩ মার্চ পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল- প্রিয় দিদিকে অভিবাদন। এরপর থেকেই পোস্টটি ৮০ হাজারের বেশি ভিউ এবং চার শতাধিক লাইকও সংগ্রহ করে ফেলেছে। অনেক ব্যবহারকারী মন্তব্যও করেছেন। কেউ লিখেছেন – সৃজনশীলতাকে স্যালুট। অন্য একজন বললেন – ‘স্টিম প্রেস নতুন আবিস্কার, পেটেন্ট নিতে হবে অবিলম্বে।’ দিদির দেশি জুগাড় দেখে হাসি থামাতে না পেরে অন্য ব্যবহারকারীরা আবার হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন কমেন্ট বক্সে।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বরাবরই একাধিক দেশি জুগাড় ভিডিয়ো ভাইরাল হয়ে এসেছে। এইতো কয়েকদিন আগেই র‌্যাকেট না থাকায় ফুলের ঝাড়ু নিয়ে ব্যাডমিন্টন ম্যাচ খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। ওই ফুলের ঝাড়ু দিয়েই তিনি এমন শট মেরেছিলেন যে ভিডিয়োটি দেখে জনসাধারণ বলে উঠেছিল- কি অত্যাশ্চর্য মানুষ। বলা বাহুল্য, ব্যাডমিন্টনের বদলে ফুলের ঝাড়ু, সত্যিই অবিশ্বাস্য।