এক ওভারে ৩৮ রান দিলেন বিপিএলের শিরোপাজয়ী ক্রিকেটার

প্রথমবারের মতো তামিম ইকবালের ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে এসেছিল ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার। বিপিএলে এসেই শিরোপা জয়ের স্বাদ পাম এই ক্রিকেটার।

যদিও আসরে মাত্র ৩টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বল হাতে ৪ ওভার করে ২৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ১ উইকেট। ব্যাট হাতে তাকে মাঠেই নামতে হয়নি। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। সে ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ব্যাট হাতে এ ম্যাচেও নামা হয়নি তারা। আর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৪ ওভারে ৪৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এ ম্যাচেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। 

অর্থাৎ ৩ ম্যাচে ৭২টি ডেলিভারি দিয়ে ৯৪ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। প্রতি উইকেটের পেছনে তাকে খরচ করতে হয়েছে ১৫ এর বেশি রান।  

৯ ওভারে ১০৪ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশি পেসার
সেই ফুলার এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে লজ্জার রেকর্ড গড়েছেন। তার করা এক ওভারে স্কট স্টাইরিস নিয়েছেন ৩৮ রান। প্রতিপক্ষের ইনিংসের ১৮তম ওভার করতে আসেন ফুলার। প্রথম বলটি তিনি নো বল করলে সেটিকে চারে পরিণত করেন স্টাইরিস। দ্বিতীয় বলটিও নো বল করলে চারে পরিণত করেন।

পরের দুইটি বৈধ বলে জোড়া ছক্কা হাঁকান। তৃতীয় বৈধ বল থেকে চার রান আদায় করেন স্টাইরিস। চতুর্থ বলটিতে ফুলার ডট বল আদায় করে নেন। পঞ্চম বল থেকে চার রান তুলে নেন স্টাইরিস। ওভারের শেষ বলে ছক্কা মারেন তিনি। এতে করে ওভার শেষে তার নামের পাশে যোগ হয় ৩৮ রান।



রার/সা.এ