রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের, লোকসভার সঙ্গে কি ভোট? – Election commission has started preparations for the by

রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্ততি শুরু করে দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনার বরানগর আসনটিতে অবিলম্বে ভোট করানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এসেছে। তার পরই ভোটের প্রস্ততি শুরু করেছে কমিশন।

এই উপনির্বাচন নিয়ে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠক হয়। দুই জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক হয় মুখ্য নির্বাচন অধিকারিকের দফতরের। সেই বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। লোকসভা নির্বাচনের সঙ্গে এক সঙ্গে এই দুই বিধানসভার উপনির্বাচন করা সম্ভব কিনা তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তবে উপনির্বাচন লোকসভা ভোটের সঙ্গে হবে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আরও পড়ুন। ৫ বছরে নির্বাচনী বন্ড থেকে ১,৬০৯.৫৩ কোটি পেয়েছে ‘সেকেন্ড’ তৃণমূল, এগিয়ে শুধু BJP

কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিকে যোগ দিয়েছেন। ফলে ওই দুই বিধায়ক আসন শূন্য পড়ে রয়েছে। সে কারণে এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে।

রাজ্য লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলে প্রস্তুতি শেষ মুহূর্তে। যে কোনও দিন নির্বাচনে তারিখ ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে ইতিমধ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। তারা বিভিন্ন জেলায় রুট মার্চ করছে। উত্তর ২৪ পরগনার সবচেয়ে বেশি ২১ কোম্পানি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন। মমতার চোট পাওয়ার রাতে বড় চমক, ৪ লোকসভা আসনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনার পদ খালি থাকার কারণে  লোকসভা নির্বাচনের দিন ঘোষণাতে দেরি হচ্ছি বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যে  মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছা়ড়া অন্য দুজন কমিশনার নির্বাচিত হয়েছেন। তাই মনে করা চলতি সপ্তাহের শনিবার বা আগামী সপ্তাহের গোড়ার দিকে নির্বাচন দিনক্ষণ ঘোষণা হতে পারে। 

আরও পড়ুন। নিশীথ প্রামণিককে না হারানো পর্যন্ত আমিষ খাব না! ‘নিরামিষ পণ’ প্রাক্তন মন্ত্রীর