Arjun Joins BJP: বাংলার মতো অত্যাচার সারা পৃথিবীতে কোথাও হয় না, BJPতে যোগদান করে বললেন অর্জুন

বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারী। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের মহামন্ত্রী দুষ্মন্ত গৌতম ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্যর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তাঁরা। এদিন বিজেপিতে যোগদান করেই সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হন অর্জুন ও দিব্যেন্দু। অর্জুন বলেন, পুলিশ ও গুন্ডা দিয়ে অত্যাচার করে ক্ষমতা ধরে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মতো অত্যাচার গোটা বিশ্বে কোথাও হয় না বলে মন্তব্য করেন তিনি। আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলার উত্থান হবে।

আরও পড়ুন: ভাঙড়ে আদিবাসীদের জমি জবরদখল করে অবৈধ নির্মাণ, শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতার নামে অভিযোগ

অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান ছিল কেবল আনুষ্ঠানিকতা। বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে ফেরার চেষ্টা শুরু করেন অর্জুন। ৫ দিনের মাথায় বিজেপিতে যোগদান করলেন তিনি। বারাকপুর থেকে বিজেপি তাঁকে শেষ পর্যন্ত টিকিট দেয় কি না সে প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। ওদিকে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতেই তাঁর সাংসদ ভাই দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ ছিল না। খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও সংসদেও দলের নেতাদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে তমলুকের বিদায়ী সাংসদকে বিজেপি টিকিট দেবে না বলেই সূত্রের খবর।

এদিন বিজেপিতে যোগদান করে অর্জুন বলেন, ‘২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে যে ভাবে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল তাতে বিজেপির হাজার হাজার কর্মী আক্রান্ত হয়েছেন। ৫০ জনের বেশি খুন হয়েছেন। অনেকের চাকরি চলে গিয়েছে। আমাদের এলাকার মানুষকে সব থেকে বেশি সেই অত্যাচার সহ্য করতে হয়েছে। কর্মীদের বাঁচাতে আমাকে কিছু দিনের জন্য পার্টি থেকে দূরে থাকতে হয়েছিল।’

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা

অর্জুনের অভিযোগ, ‘তৃণমূল কংগ্রেস বাংলায় পুলিশ আর গুন্ডাদের দিয়ে অত্যাচার করে ক্ষমতায় থাকতে চায়। তার উদাহরণ আমরা সন্দেশখালিতে দেখেছি। শুধু একটা সন্দেশখালি নয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা এলাকায় কোনও না কোনও এলাকার মানুষ সন্দেশখালির মতো করে বেঁচে আছেন। মা – বোনেদের ওপর অত্যাচার হচ্ছে। আপনি প্রতিবাদ করতে পারবেন না। কাউকে বলতে পারবেন না। আপনার FIR নেওয়া হবে না। কোনও অভিযোগ দায়ের হবে না। ভারতে তো ছেড়েই দিন, এই ধরণের অত্যাচার সারা দুনিয়ায় কোথাও দেখা যাবে কি না সন্দেহ।’

এদিন দিব্যেন্দুবাবুও তাঁর বক্তব্যে সন্দেশখালির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, একজন সাধারণ কর্মী হিসাবে ৪০০ বেশি আসন জিতিয়ে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনার চেষ্টা করব।