Arjun Singh joins BJP: দলবদল করেই TMCকে আক্রমণ, অর্জুনের যুক্তিতে উঠছে যে ৫টি প্রশ্ন

তৃণমূল থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে শুক্রবার বিজেপিতে যোগদান করেছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর দলবদল করেই পুরনো দলকে আক্রমণ করেছেন তিনি। নিজের তৃণমূলে যোগদান ও বিজেপিতে ফেরত আসার নানা কারণ ব্যাখ্যা করেছেন তিনি। কিন্তু অর্জুনের যুক্তিকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন। যা ভাবাবে ভোটারকে।

আরও পড়ুন: ভাঙড়ে আদিবাসীদের জমি জবরদখল করে অবৈধ নির্মাণ, শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতার নামে অভিযোগ

শুক্রবার অর্জুন দাবি করেন,  ‘২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে যে ভাবে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল তাতে বিজেপির হাজার হাজার কর্মী আক্রান্ত হয়েছেন। ৫০ জনের বেশি খুন হয়েছেন। অনেকের চাকরি চলে গিয়েছে। আমাদের এলাকার মানুষকে সব থেকে বেশি সেই অত্যাচার সহ্য করতে হয়েছে। কর্মীদের বাঁচাতে আমাকে কিছু দিনের জন্য পার্টি থেকে দূরে থাকতে হয়েছিল।’

অর্জুন বলেন, ‘তৃণমূল কংগ্রেস বাংলায় পুলিশ আর গুন্ডাদের দিয়ে অত্যাচার করে ক্ষমতায় থাকতে চায়। তার উদাহরণ আমরা সন্দেশখালিতে দেখেছি। শুধু একটা সন্দেশখালি নয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা এলাকায় কোনও না কোনও এলাকার মানুষ সন্দেশখালির মতো করে বেঁচে আছেন। মা – বোনেদের ওপর অত্যাচার হচ্ছে। আপনি প্রতিবাদ করতে পারবেন না। কাউকে বলতে পারবেন না। আপনার FIR নেওয়া হবে না। কোনও অভিযোগ দায়ের হবে না। ভারতে তো ছেড়েই দিন, এই ধরণের অত্যাচার সারা দুনিয়ায় কোথাও দেখা যাবে কি না সন্দেহ।’ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কোনও জিনিস নেই বলেও মন্তব্য করেন তিনি। অর্জুন দাবি করেন সন্দেশখালির ঘটনার পর থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি।

অর্জুনের যুক্তিতে প্রশ্ন উঠছে,

১. সন্দেশখালির ঘটনার জন্যই যদি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে থাকেন তাহলে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার অপেক্ষা করলেন কেন? প্রার্থীতালিকায় অর্জুনের নাম থাকলে কি সন্দেশখালি নিয়ে অন্য অবস্থান হত তাঁর?

২. সন্দেশখালির ঘটনায় তিনি আলোড়িত হলেও কেন তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিনি। তবে কি তৃণমূলের টিকিটের অপেক্ষায় ছিলেন অর্জুন। টিকিট না মেলায় কি সন্দেশখালি নিয়ে তাঁর বিবেক জেগে উঠেছে? রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর মনে?

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা

৩. লোকসভা ভোটে অর্জুন সিং জিতলে যে ফের ২০২১এর বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি বারাকপুরে তৈরি হবে না তার নিশ্চয়তা কোথায়? তখন কি একই কারণ দেখিয়ে ফের তৃণমূলে যোগদান করবেন তিনি?

৪. বারাকপুর থেকে টিকিট না দিলে কি বিজেপিকে নিয়ে এই অবস্থানে অনড় থাকবেন অর্জুন?

৫. সন্দেশখালি ও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এত উদ্বিগ্ন অর্জুন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেও নৈতিকতা প্রথা মেনে সাংসদ পদে ইস্তফা দেননি কেন?

অর্জুনের বিজেপিতে যোগদানে খুশি নন স্থানীয় বিজেপি কর্মীরা। ভোটের মুখে দলবদল করে টিকিট হাতানো মোটেও ভালো ভাবে নিচ্ছেন না তাঁরা। এবার দেখার, বিজেপি কর্মীদের মন জিতে ভোটযুদ্ধে বাজিমাত করতে পারেন কি না মজদুর ভবনের কত্তা।