Calcutta High Court: রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল আদালত

উত্তর দিনাজপুরের দাড়িভিটে স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে ছাত্রবিক্ষোভের সময় গুলিতে ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় NIAকে তদন্তভার হস্তান্তর না করায় রাজ্যের ৩ শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় গত বছর NIA তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সঙ্গে নিহত ছাত্রদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেন তিনি। কিন্ত ১০ মাস পরেও বিচারপতি মান্থার কোনও নির্দেশই মানেনি রাজ্য।

দাড়িভিটকাণ্ডের তদন্তভার NIAর হাতে তুলে না দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চট্টোপাধ্যায় ও এডিজি সিআইডি রাজশেখরণের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি মান্থা। আগামী ৫ এপ্রিল তাঁদের আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশ কার্যকর না করার ব্যাখ্যা তলব করেছেন তিনি।

২০১৮ সালের সেপ্টেম্বরে স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন দাড়িভিট হাই স্কুলের পড়ুয়ারা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বোমাবাজি হয়। এর পর ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। তাতে রাজেশ ও তাপস নামে স্কুলের ২ প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করে পুলিশ। ওদিকে ঘটনার CID তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার।

ওই ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলায় রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকার ব্যাপক সমালোচনা করে আদালত। ২০২৩ সালের ১০ মে মামলার রায় দিতে গিয়ে বিচারপতি মান্থা বলেন, পুলিশের রিপোর্টেই সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানানো হয়েছে। ফলে এই ঘটনার NIA তদন্ত প্রয়োজন। অবিলম্বে তদন্ত সংক্রান্ত নথি NIAর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এর পর ঘটনাস্থলে গিয়ে নিহত ২ ছাত্রের পরিবারের সঙ্গে কথাও বলে আসেন NIAর আধিকারিকরা। তার পর ১০ মাস কাটলেও ওই ঘটনায় তদন্ত সংক্রান্ত নথি রাজ্য পুলিশ NIAর হাতে তুলে দেয়নি। যার ফলে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ADG CIDর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি মান্থা।