Dengue in Dumdum: জল জমলে লাখ টাকা পর্যন্ত জরিমানা, ডেঙ্গি রুখতে কড়া পদক্ষেপ দমদম পুরসভার

লাগাতার সচেতনতার প্রচার চালিয়েও কোনও লাভ হয়নি। হুঁশ ফিরছে না মানুষের। জল জমিয়ে রাখার প্রবণতা অব্যাহত। এই পরিস্থিতিতে বাসিন্দাদের টনক নাড়াতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দমদম পুরসভা। ফ্ল্যাটের মধ্যে যদি জমা জলের হদিশ মেলে তবে প্রথমে নোটিশ দেওয়া হবে মালিককে। তারপরও যদি মালিক কোনও পদক্ষেপ না নেন, তবে জরিমানা করা হবে মালিককে। সেই জরিমানার অঙ্ক কম নয়। এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমান করা হতে পারে।

কীসের ভিত্তিতে হবে জরিমানা

দমদম পুরসভার মোট ২২টি ওয়ার্ড। ডেঙ্গি পরিস্থিতির কী ভাবে মোকাবিলা সম্ভব, তা স্থির করতে আবাসনগুলির কমিটির সম্পাদক ও সভাপতিদের নিয়ে বৈঠক করছেন পুরকর্তারা। সেই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে এই জরিমানার কথা। জমা জলের পরিমাণ দেখে ঠিক করা হবে কত অঙ্কের জরিমানা করা হবে।

আরও পড়ুন। রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের, লোকসভার সঙ্গে কি ভোট?

এ প্রসঙ্গে দমদমের পুরপ্রধান হরিন্দর সিং সংবাদমাধ্যমে বলেন, ‘এলাকার মানুষকে সচেতন করার জন্য সবরকম প্রয়াস নেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় তাতে কাজের কাজ কিছু হচ্ছে না। ফ্ল্যাটের বাসিন্দার মধ্যে জল জমা রাখার প্রবণতা দেখা যাচ্ছে। ‘ একই কথা বলছেন পুরসভার উপপুরধান বরুণ নট্ট, তাঁর মতে ডেঙ্গির প্রকোপ শুধু সচেতনতা বাড়িয়ে কমবে না, কড়া পদক্ষেপ করতে হবে।

আবাসগুলির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন স্টেট আর্বান ডেভলপমেন্ট এজেন্সির কর্মকর্তারা। সেই বৈঠকেই এই নতু সিদ্ধান্তের কথা জানানো হয়।

আবাসনগুলিতেই ডেঙ্গির প্রকোপ বেশি

পুরসভার পতঙ্গবিদদের দাবি, গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী কলকাতার এবং তার লাগোয়া পুর এলাকায় বাড়ির তুলনায় আবাসনগুলিতেই ডেঙ্গির প্রকোপ বেশি। কিন্তু আবাসনগুলির বাসিন্দারা কোনও ভাবে সতর্ক হচ্ছেন না। তাই এবার কড়া পথে হাঁটছে পুরসভা।

পুরকর্মীদের কী কী সমস্যায় পড়তে হচ্ছে

এই বৈঠকে সবপক্ষেরই বক্তব্য শোনা হয়। আবসনে নজরদারির জন্য ইতিমধ্যে আলাদা টিমও তৈরি করা হয়েছে। যারা সপ্তাহে চারদিন শুধু আবাসনগুলো পরিদর্শন করবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পুরকর্মীদের আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কোনও আবাসনে ঢকতে না দেওয়া হলে সেই আবাসন কর্তৃপক্ষককে নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশ নিয়ে আবাসনে যাওয়া হবে বলে জানানো হয়েছে। আবার যে সব বাড়ি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে সেগুলিতে অভিযানের জন্য থানার সাহায্য নেওয়া হবে।