Mamata Banerjee Injured: তৃণমূলের দাবি কেউ ধাক্কা দেয়নি, অথচ মমতার আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গড়ল পুলিশ

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে আঘাত পাওয়ার ঘটনার তদন্তে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্তকমিটি গঠন করল কলকাতা পুলিশ। শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কী করে নিজের ঘরে মুখ্যমন্ত্রী আহত হলেন তা খতিয়ে দেখবে এই কমিটি। যদিও তৃণমূলের তরফে এদিন দাবি করা হয়েছে, নিজেই মাথা ঘুরে পড়ে গিয়েছেন মমতা। তার পরও কেন গঠিত হল এই কমিটি তা নিয়ে প্রশ্ন থাকছে।

আরও পড়ুন: ভাঙড়ে আদিবাসীদের জমি জবরদখল করে অবৈধ নির্মাণ, শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতার নামে অভিযোগ

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন বিনীত গোয়েল। এর পর ভবানী ভবনে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার অনুসন্ধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সেই কমিটিতে কমিশনার ছাড়াও থাকবেন, কালীঘাট থানার আইসি শান্তনু সিনহা রায় ও ডিসি সাউথ।

ওদিকে এদিন দুপুরেই মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় নাশকতার যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দেন তৃণমূলের মুখপাত্র চিকিৎসক শশী পাঁজা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মাথা ঘুরে পড়ে গিয়েছেন। এর মধ্যে ধাক্কা দেওয়ার কথা আসছে কোথা থেকে? এমনকী বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তদন্ত দাবি করায় তাঁকে ভর্ৎসনা করেন শশী পাঁজা।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা

মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তাঁর পরিবার, চিকিৎসক, দল ও প্রশাসনের বক্তব্য ও পদক্ষেপে লাগাতার ধোঁয়াশা তৈরি হচ্ছে। একদিনে তৃণমূল যখন বলছে এর পিছনে নাশকতার কিছু নেই, তখনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে পুলিশ।