Passive Smoking may also increase the risk of ischemic stroke: study

কলকাতা: ধূমপানের কারণে শরীরের নানা ক্ষতিই হয়ে থাকে‌। এবার দেখা গেল ধূমপানের কারণে হতে পারে স্ট্রোকও। সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে ইক্লিনিকাল মেডিসিন পত্রিকায়। তাতে দেখা গিয়েছে, ধূমপান (Smoking risk) করলে স্ট্রোকের ঝুঁকি (stroke risk) বেড়ে যায়। বেশ কয়েকটি ধাপে সেই গবেষণা করা হয়। তাতেই এই ফল পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। 

ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি

স্ট্রোকের মধ্যে সবচেয়ে পরিচিত হল ইসকেমিক স্ট্রোক। বেশিরভাগ ক্ষেত্রেই এই স্ট্রোক হয়। প্রসঙ্গত, কিছু দিন আগে অভিনেতা মিঠুন চক্রবর্তীও এই স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ইসকেমিক স্ট্রোকে (ischemic stroke) মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর ফলে ব্রেন ঠিকমতো অক্সিজেন পায় না। ফলে কাজ করা বন্ধ করে দেয়।  এই ধরনের‌ স্ট্রোকের ঝুঁকিই বাড়ছে ধূমপায়ীদের মধ্যে।

ধূমপায়ীদের রয়েছে নানা ধরন

ধূমপায়ীদেরও নানা ধরন রয়েছে। বর্তমানে ই সিগারেটও থেকেঅও অনেকে ধূমপান করেন‌। আবার যারা সরাসরি ধূমপান করেন না, তাদের বলা হয় প্যাসিভ স্মোকার। বর্তমান বিশ্বে প্যাসিভ স্মোকিংয়ের আওতায় পড়েন অনেকেই। এদের সবারই ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছে ওই গবেষণা। 

প্যাসেজ স্মোকিংয়েও ঝুঁকি 

সেন্ট জনস মেডিকেল কলেজ এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সঙ্গে যৌথভাবে এই গবেষণাটি করা হয়। ই সিগারেট স্মোকিংয়ের পাশাপাশি ফিল্টার ও নন ফিল্টার স্মোকিংয়ের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। দেখা গিয়েছে প্যাসেজ স্মোকিংয়েও রয়েছে স্ট্রোকে ঝুঁকি। প্যাসিভ স্মোকিংয়ের অর্থ যারা সরাসরি ধূমপান করেন না অথচ ধূমপায়ীদের সামনে থাকার কারণে তাদের শরীরে সিগারেটের ধোঁয়া প্রবেশ করে। সারা সপ্তাহে ১০ ঘণ্টার বেশি সিগারেটের ধোঁয়া সংস্রবে থাকলে ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। গবেষকদের কথায়, স্ট্রোকের পাশাপাশি ইন্টারসেরিব্রাল হেমারেজের আশঙ্কাও বেড়ে যায়। এই রোগে মস্তিষ্কের ভেতরকার রক্তনালী ছিঁড়ে যায়। যার ফলে ব্রেনের মধ্যেই রক্তপাত হতে থাকে। 

কাদের নিয়ে গবেষণা

মোট ৩২ টি দেশ নিয়ে এই গবেষণাটি করা হয়েছে।‌ এই তালিকা উচ্চ আয়ের থেকে নিম্ন আয়ের দেশ – সমস্তই ছিল। এর মধ্যে দক্ষিণ এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বেশ কিছু দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছিল।

আরও পড়ুন – Health News: পড়ে গিয়ে ভাঙতে পারে হাড় ! কতটা ঝুঁকি বেশি কার ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন