RBI imposes fine on banks: নিয়ম না মানায় RBIর নির্দেশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১.৪ কোটির জরিমানা, তালিকায় বন্ধন ব্যাঙ্কও

বিধি মেনে না চলার জন্য এবার দেশের দুই বড় ব্যাঙ্ককে জরিমানা দেওয়ার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বন্ধন ব্যাঙ্ক ও ইন্ডোস্টার ক্যাপিটাল ফিনান্স লিমিটেডের উপর জরিমানা ধার্য হয়েছে। গ্রাহক পরিষেবা ও সুদের হারের নিরিখে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জরিমানা করা হয়েছে। 

ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১.৪ কোটির জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ‘২০০৬ ক্রেডিট ইনফরমেশন কম্পানি রুলস’ এর আওতায় এই জরিমানা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে করা হয়েছে। এছাড়াও বন্ধন ব্যাঙ্ককে ২৯.৫৫ লাখ টাকার জরিমানা করা হয়েছে। বন্ধন ব্যাঙ্ক ছাড়াও এই জরিমানার তালিকায় রয়েছে ইন্ডোস্টার ক্যাপিটাল ফিনান্স লিমিটেড। তাদের জরিমানার অঙ্ক ১৩.৬০ লাখ টাকা। ইন্ডোস্টার ক্যাপিটাল ফিনান্সের বিরুদ্ধে NBFC নির্দেশ অনুযায়ী ‘আর্থিক প্রতারণা’ সংক্রান্ত একটি বিষয়ের অভিযোগ রয়েছে। ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি যাচাই করার পরই দেশের শীর্ষ ব্যাঙ্ক এই পদক্ষেপ করে। উল্লেখ্য, বিধি না মানার কারণেই এই জরিমানা বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। তবে গ্রাহকদের জন্য এক্ষেত্রে রয়েছে বড় বার্তা।

ব্যাঙ্কের গ্রাহকদের কাছে অনেক সময়ই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় তাঁদের সঙ্গে সম্পর্কিত ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্কের কোনও জরিমানাগত পদক্ষেপ। সেক্ষেত্রে এই ঘটনায় জানা যাচ্ছে যে, বিধি না মানার জন্য এই জরিমানার অঙ্ক আরোপ করা হয়েছে। তবে ওই জরিমানাগ্রস্ত ব্যাঙ্কের লেনেদন নিয়ে প্রশ্ন তোলেনি রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়াও কোনও মতেই গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্কগুলির চুক্তি ভিত্তিক কোনও সমস্যা নেই বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, গ্রাহকদের স্বার্থকে সামনে রেখে এই ধরনের বিধি লঙ্ঘন হচ্ছে কি না তা খতিয়ে দেখে পদক্ষেপ করে রিজার্ভ ব্যাঙ্ক।

এদিকে, কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপ পর আজ ১৫ মার্চ ছেকে বন্ধ হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের পরিষেবা। অন্যদিকে, গতকালই পেটিএম থার্ড পার্টি ইউপিআই হিসাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছে। এদিকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী আজ থেকে পিপিবিএলের অধিকাংশ পরিষেবা বন্ধ হচ্ছে। এদিকে, ১৪ মার্চ পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন্স-কে ৪ ব্যাঙ্কের (স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ক) মারফত (থার্ড পার্টি অ্যাপ) ইউপিআই পরিষেবা চালানোর অনুমোদন দিয়েছে এনপিসিআই। পেটিএম ঘিরে সেই জটিলতার মাঝেই বন্ধন ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ঘিরে পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক।