Virat Kohli need 6 run in IPL 2024 to become first Indian cricketer in history get to know

বেঙ্গালুরু: দীর্ঘদিন ক্রিকেটের বাইরে তিনি। গত জানুয়ারিতে শেষবার দেখা গিয়েছিল জাতীয় দলের জার্সিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন। আসন্ন আইপিএলে ফের ২২ গজে দেখা যাবে কিং কোহলিকে। আর তিনি যখন মাঠে নামবেন, তখন রেকর্ডবুকে নতুন কিছু হবে না, তা আবার হয় নাকি! ফের রেকর্ডের হাতছানি প্রাক্তন আরসিবির অধিনায়কের সামনে। আর তার জন্য বিরাটকে করতে হবে মাত্র ৬ রান। 

আইপিএলে এবারের মরশুমের প্রথম ম্য়াচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স। সেই ম্য়াচেই আর মাত্র ৬ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের মালিক হয়ে যাবেন কিং কোহলি। এখনও পর্যন্ত ১১৯৯৪ রান ঝুলিতে রয়েছে কিং কোহলির। আশা করাই যায় যে সিএসকের বিরুদ্ধে ম্য়াচেই হয়ত রেকর্ড ছুঁয়ে ফেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাটই আইপিএলের ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি টুর্নামেন্টের ১৬ টি মরশুম জুড়ে একই দলে খেলে আসছেন। মালয়েশিয়ার মাটিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরেই ২০৮ সালে আরসিবি বিরাটকে দলে নিয়েছিল। সেই থেকেই তিনি এই দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন। ২০১১, ২০১৪, ২০১৮, ২০২২ চারবারই রিটেন করেছে আরসিবি বিরাটকে। এখনও পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২৩৭ ম্য়াচে ২২৯ ইনিংস খেলে ৭২৬৩ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। ৭টি সেঞ্চুরি ও ৫০টি অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত তাঁর রান সংখ্যা ৪০৩৭। এই ফর্ম্য়াটে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি।

আরও দেখুন