এক দফায় ভোট চায় TMC, সেই পরিস্থিতি রেখেছে না কি? পালটা বিরোধীরা

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে শনিবার। শুক্রবার সংবাদমাধ্যমগুলিকে সাংবাদিক বৈঠকের আমন্ত্রণ পাঠিয়ে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তৎপরতা বাড়তেই পশ্চিমবঙ্গে ১ দফায় লোকসবা নির্বাচন করানোর দাবি জানাল তৃণমূল কংগ্রেস। এই দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। পালটা বিরোধীদের দাবি, রাজ্যে এক দফায় ভোট করার পরিস্থিতি তৃণমূল রাখেনি। কমিশন যেমন ঠিক মনে করবে তেমনভাবেই ভোটগ্রহণ হোক পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন: ভাঙড়ে আদিবাসীদের জমি জবরদখল করে অবৈধ নির্মাণ, শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতার নামে অভিযোগ

এদিন শশী পাঁজা বলেন, কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল তাদের কাছে ২টি আবেদন রেখেছিল। প্রথমত, রাজ্যে ১ দফায় ভোটগ্রহণ হোক। দ্বিতীয়ত, কেন্দ্রীয় বাহিনী যেন সাধারণ মানুষকে ভয় না দেখায়, প্রভাবিত না করে। আশা করি নির্বাচন ঘোষণার সময় বিষয়গুলি তারা খেয়াল রাখবে।

তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘দেশের অন্যান্য রাজ্যে ১ বা ২ দফায় ভোট হয়। এমনকী বিহারের মতো রাজ্যেও এত দফায় ভোট হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ১ দফায় ভোট করার মতো পরিবেশ রাখেনি। এরাজ্যে ভোট মানেই সংঘর্ষ, রক্তপাত, প্রাণহানি। তাই বাধ্য হয়েই কমিশনকে বহু দফায় ভোট করাতে হয়। কমিশন যত দফায় ভোট করানো উচিত মনে করবে তত দফাতেই ভোট হওয়া উচিত।’

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা

গতবার পশ্চিমবঙ্গে ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। সূত্রের খবর, এবার ৭ বা তার বেশি দফায় ভোটগ্রহণ হতে পারে। একটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় আলাদা আলাদা দিনে ভোটগ্রহণ হতে পারে।