Assam Lok Sabha Election 2024 Dates LIVE: শুরু নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক, অসমের কোন কেন্দ্রে কবে ভোট, জানুন এখানে

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে দুপুর তিনটে থেকে সাংবাদিক বৈঠক শুরু হবে। সেখানেই জানানো হবে, কত দফায় হবে লোকসভা ভোট। কবে কবে ভোট, কবে কোথায় ভোট হবে, কবে গণনা, যাবতীয় তথ্য জানানো হবে আজই। সব তথ্য জানতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে চোখ রাখুন।

16 Mar 2024, 03:42:55 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: কবে হবে অসমে ভোট

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। চলছে সাংবাদিক বৈঠক। সেখানেই অসম, পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে নির্বাচনের তারিখ ঘোষমা করা হবে আর কিছু ক্ষণের মধ্যেই। 

16 Mar 2024, 03:41:13 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভায় ভোট কোন কোন রাজ্যে?

এবারের লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন। আর অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভার মেয়াদও শেষ হচ্ছে জুনে। এরই সঙ্গে জম্মু ও কাশ্মীরেও ভোট বাকি আছে। এই বিধানসভা কেন্দ্রগুলিতেও এবার হবে ভোট। 

16 Mar 2024, 03:34:06 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: এবারে ভোট দেবেন কত জন?

মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এবার লোকসভা নির্বাচনের জন্য ৯৭ কোটি নথিভুক্ত ভোটার রয়েছেন। ১০.৫ লক্ষ বুথ আছে। ৫৫ লক্ষের বেশি ইভিএম ব্যবহার করা হবে। ১.৫ কোটি বুথকর্মী এবং সুরক্ষা বাহিনীর আধিকারিক থাকছেন।

16 Mar 2024, 03:26:14 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: কত দফায় ভোট হবে অসমে?

এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে জানা না গেলেও, অনেকেরই আন্দাজ অসমে দুই বা তিন দফায় ভোট হবে। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই শুরু হয়েছে সাংবাদিক বৈঠক। সেটি আরও কিছু ক্ষণ চললেই বোঝা যাবে, কত দফায় ভোট হবে এখানে। 

16 Mar 2024, 03:16:31 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: মুখ্য নির্বাচনী কমিশনার কী বলছেন?

মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানালেন, এই লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন। আর অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভা ভোটের মেয়াদও শেষ হচ্ছে জুনে।

16 Mar 2024, 03:13:30 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: গুয়াহাটি লোকসভা কেন্দ্র সম্পর্কে জেনে নিন

গুয়াহাটি দশটি বিধানসভা আসন নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে দুধনাই, বোকো, ছায়াগাঁও, পলাসবাড়ি, জালুকবাড়ি, দিসপুর, গুয়াহাটি পূর্ব, গুয়াহাটি পশ্চিম, হাজো এবং বারখেত্রি। এটি একটি সাধারণ আসন, অর্থাৎ এটি সংরক্ষিত নয়৷

16 Mar 2024, 02:59:46 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: ‘এই ভোট মোদী বনাম রাহুল গান্ধীর’, বলছেন অসমের মুখ্যমন্ত্রী

তৃতীয় বারও দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এমনই বক্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাঁর বক্তব্য, এবারেও বিজেপিই কেন্দ্রের ক্ষমতায় আসবে। পাশাপাশি তিনি বলেছেন, এই ভোট হবে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর। এবং জয়ী হবেন নরেন্দ্র মোদীই। সেই বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। 

16 Mar 2024, 02:56:45 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: বিজেপিই ফের বেশির ভাগ আসনে জিতবে অসমে, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর

অসমে বিজেপিই বেশির ভাগ লোকসভা আসনে জয়ী হতে চলেছে। এমনই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমে বর্তমান কেন্দ্রীয় সরকারের দৌলতে ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। সেই উন্নয়নের জোয়ারেই আবারও বেশির ভাগে আসনে বিজেপি জয়ী হবে বলে তাঁর আশা। 

16 Mar 2024, 02:54:39 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: প্রধানমন্ত্রী হলেন ‘উন্নয়নের হিরো’, বক্তব্য অসমের মুখ্যমন্ত্রীর

আজই ঘোষণা হবে লোকসভা নির্বাচনের তারিখ। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘উন্নয়নের হিরো’ (Hero of Development) বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর বক্তব্য, আগামী দিনেও অসমে চলবে উন্নয়নের জোয়ার। আর তার পিছনেও থাকবে প্রধানমন্ত্রীর ভূমিকা।

16 Mar 2024, 02:51:18 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: কোথায় ও কবে লোকসভা ভোট? আজ ঘোষণা কমিশনের

আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। দুপুর তিনটেয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শুরু হবে। অসম, পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে কত দফায় লোকসভা ভোট হবে, কবে কবে ভোটগ্রহণ হবে, কবে কোথায় ভোট হবে, কবে ভোটগণনা হবে, সেইসব যাবতীয় তথ্য জানাবে কমিশন। ২০১৯ সালে সাত দফায় লোকসভা ভোট হয়েছিল। এবার আরও বেশি সংখ্যক দফায় ভোট হবে নাকি সাত দফায় ভোট হবে, তা নিয়ে জল্পনা চলছে। সেইসব প্রশ্নের উত্তর পেতে এবং ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট জানতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে চোখ রাখুন।

16 Mar 2024, 02:46:54 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: ২০২৪ সালে কোন কোন আসনে ভোট হবে অসমে? 

আসন সংখ্যা এক থাকলেও এবার কয়েকটি আসনের নাম বদলেছে। এবারেও ১৪টি আসনে ভোট হবে। সেই আসনগুলি হল কোকরাঝার, ধুবরি, বরপেটা, দারাং-উদলগিরি, গুয়াহাটি, দিফু, করিমগঞ্জ, শিলচর, নওগাঁও, কাজিরাঙা, শোনিতপুর, লখিমপুর, ডিব্রুগড়, জোরহাট। 

16 Mar 2024, 02:37:23 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: ২০১৯ সালে অসমে কী কী লোকসভা আসনে ভোট হয়?

মোট ১৪টি কেন্দ্রে ভোট হয়েছিল। সেগুলির নাম কোকরাঝার, ধুবরি, বরপেটা, গুয়াহাটি, করিমগঞ্জ, শিলচর, নওগাঁও, কাজিরাঙা, জোরহাট, কালিয়াবর, লখিমপুর, মংলাদই, ডিব্রুগড় এবং একটি স্বশাসিত অঞ্চল।

16 Mar 2024, 02:24:41 PM IST

Assam Lok Sabha Election 2024 Dates LIVE: ২০১৯ সালে অসম থেকে লোকসভা ভোটে কতগুলি আসন জিতেছিল কোন দল?

২০১৯ সালের লোকসভা নির্বাচনে অসম ১৪টি আসনের মধ্যে ৭টি আসনে জিতেছিল বিজেপি। ভোটে বিজেপির দুই সহযোগী রাজনৈতিক দল বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট এবং অসম গণ পরিষদ ভোটে কোনও প্রার্থী দেয়নি। কংগ্রেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট ৩টি করে আসনে জেতে। একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী।