CBIএর তলবে অবশেষে নিজ়াম প্যালেসে পৌঁছলেন শেখ শাহজাহানের ভাই আলমগির

ইডির ওপর হামলার ঘটনায় সিবিআইয়ের তলবে অবশেষে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির। শনিবার সকালে নিজাম প্যালেসে হাজির হন তিনি। গত বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলেছিল সিবিআই। ২ দিন পরে অবশেষে তদন্তকারীদের সামনে হাজির হলেন তিনি।

গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পরে শেখ শাহজাহান কোথায় তা নিয়ে তোলপাড় চলছে তখন সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন শেখ আলমগির। দাদাকে নির্দোষ বলে দাবি করেন তিনি। এমনকী শাহজাহানকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন।

আরও পড়ুন: ‘‌আমার অন্তরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়’‌, অঝোরে কাঁদলেন প্রার্থী বিশ্বজিৎ দাস

সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনায় শেখ আলমগিরেরও প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে মনে করছে তারা। হামলার জন্য লোক জোগাড় করতে তিনি প্রত্যক্ষ ভূমিকা নেন বলে দাবি। সেব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

ওদিকে হামলার দিনের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে শনিবার সন্দেশখালির আরও ১৫ জনকে তলব করেছে সিবিআই। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে কয়েকজন মাত্র হাজিরা দিয়েছেন।

ইডির ওপর হামলার ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পর থেকেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই ঘটনায় জিয়াউদ্দিন মোল্লা নামে শাহজাহান ঘনিষ্ঠ এক পঞ্চায়েত প্রধান, শাহজাহানের মার্কেটের কেয়ারটেকার সহ ৩ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এছাড়াও সিবিআইয়ে ব়্যাডারে শাহজাহানের একাধিক অনুগামী রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ‘নিখোঁজ’ সাজদা আহমেদ, সন্ধান দিলেই মিলবে ৫ লক্ষ টাকা, পোস্টার উলুবেড়িয়ায়

ওদিকে বৃহস্পতিবার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে যায় ইডি। সেখানে সরবেড়িয়া – আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসলেম শেখের গ্যারাজ থেকে ৩টি গাড়ি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তার আগে শাহজাহানের প্রায় ১২ কোটি টাকা মূল্যের সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি।