Complaint against Mamata: CAA-র বিরুদ্ধে মমতার কথা আখেরে উসকানি, অভিযোগ করে থানায় এক মতুয়া

গত সোমবার থেকে সারাদেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। তাতে বেজায় খুশি হয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিন ধরেই তারা এই আইন কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিলেন। আর সিএএ কার্যকর হওয়ার পরেই হাবড়ায় প্রশাসনিক সভা থেকে মতুয়াদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে অবশ্য বেজায় চটেছেন মতুয়াদের একাংশ। তাই এবার সিএএ নিয়ে উসকানি দেওয়ার অভিযোগ তুললেন মতুয়াদের একাংশ। এই অভিযোগে, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মতুয়া সম্প্রদায়ের এক ব্যক্তি।

আরও পড়ুনঃ ভোটের আগে ভাঁওতা, আবেদন করলেই অবৈধ হয়ে যাবেন, CAA নিয়ে বললেন মমতা

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গোপাল গোয়ালি। শনিবার তিনি বাগদা থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উস্কানি দেওয়ার অভিযোগ মামলা রুজু করেছেন। অভিযোগে তিনি লিখেছেন, গত ১২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তিনি এই আইন নিয়ে মতুয়াদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। 

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের ফলে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এমন অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তা একেবারে ভিত্তিহীন এবং মিথ্যে। এরকম বলে তিনি অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন না। কেউ আইনের উর্ধ্বে নয়। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

প্রসঙ্গত, সোমবার সিএএ কার্যকর হওয়ার পর মঙ্গলবার উত্তর ২৪ পরগনা হাবড়ায় একটি প্রশাসনিক সভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছিলেন, সিএএ-র কোনও স্বচ্ছতা নেই। নির্বাচনের আগে বিজেপি এরকম যুদ্ধ যুদ্ধ খেলা করতে চায়ছে, জুলুমবাজি করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, আধার কার্ড, ভোটারকার্ড থাকা সত্ত্বেও কেন কোনও ব্যক্তিকে আলাদা করে নাগরিকত্ব পেতে আবেদন জানাতে হবে? একই সঙ্গে তিনি বলেছিলেন, যাদের আবেদন করতে বলা হচ্ছে তারা আবেদন করলেই নাগরিকতা হারাবেন, অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এমনকী সম্পত্তি হারানোর পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে তৃণমূলের বক্তব্য, যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি আসলে কিছুই বোঝেননি। মুখ্যমন্ত্রী একেবারে সঠিক কথা বলেছেন। পালটা এটা বিজেপির কাজ বলে দাবি তৃণমূলের।