IPL 2024: আবার কি দেশের বাইরে আইপিএল? দানা বাঁধছে সম্ভাবনা..

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> ফের কি দেশের বাইরে বসতে চলেছে আইপিএলের আসর। সম্ভাবনা কিন্তু তেমনই দানা বাঁধছে। আইপিএল শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ থেকে। তবে শুধুমাত্র প্রথম দু সপ্তাহের সূচি ঘোষণা করা হয়েছে। পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে যে টুর্নামেন্টের দ্বিতীয় অংশ দুবাইয়ে আয়োজিত হতে পারে। চলতি বছর লোকসভা নির্বাচন রয়েছে। শনিবার ১৬ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। তার জন্যই <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের দ্বিতীয় অংশ দেশের বাইরে আয়োজনের ভাবনা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্র সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে আইপিএলের দ্বিতীয়ার্ধ।&nbsp;</p>
<p style="text-align: justify;">বোর্ডের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ”শুক্রবার দুপুর ৩টের সময় ঘোষিত হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ। এরপরই বিসিসিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে টুর্নামেন্টের পরবর্তী অংশ দুবাইয়ে আয়োজিত করা হবে কি না। এই মুহূর্তে বোর্ডের কিছু উচ্চপর্যস্ত কর্তা রয়েছেন দুবাইয়ে। তাঁরা খতিয়ে দেখছেন সেখানকার পরিস্থিত যে কোনওভাবে আইপিএলের কিছু ম্য়াচ আয়োজন করা যাবে কি না।” এমনও শোনা যাচ্ছে যে কিছু কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁদের প্লেয়ারদের পাসপোর্টও জমা নেওয়া শুরু করেছে। ঠিক এমনই পরিস্থিতি হয়েছিল ২০১৪ সালেও। সেবারও লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের প্রথমাংশ আমিরশাহিতে আয়োজিত হয়েছিল।</p>
<p style="text-align: justify;">বোর্ড আপাতত যে সূচি ঘোষণা করেছে আইপিএলের। তাতে মোট ২১টি ম্য়াচ হবে। আগামী ২২ মার্চ চেন্নাইয়ের ঘরের মাঠে আরসিবির মুখোমুখি হবেন ধোনিরা। আর শেষ ম্য়াচটি খেলা হবে ৭ এপ্রিল। লখনউয়ে সেই ম্য়াচে কে এল রাহুলের দলের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। উল্লেখ্য, এর আগে পুরো আইপিএল দুবাইয়ে খেলা হয়েছিল ২০২০ সালে। কোভিডের বাড়বাড়ন্তের জন্য পুরো টুর্নামেন্টই সেবার ভারতের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেবার দুবাই, আবুধাবি ও শারজাতে ম্য়াচগুলো আয়োজিত হয়েছিল।</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। দুপুর ৩টেয় ভোটের দিন ঘোষণা করবে কমিশন। এবার ৭ থেকে ৯ দফায় হতে পারে ভোট। শুধুমাত্র বাংলায় লোকসভা ভোটে ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। ভোট শুরু হতে পারে ১৬ এপ্রিল, শেষ হতে পারে ১৭ বা ১৮ মে। গণনা হতে পারে মে মাসের ২০ তারিখ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। নতুন সরকার শপথ নিতে পারে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে।</p>