Lifter Achinta Sheuli caught entering women’s hostel at night, expelled from national camp

কলকাতা: জাতীয় স্তরের ভারোত্তোলকের (Indian weightlifter) বিরুদ্ধে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ। বিতর্কে কমনওয়েলথে সোনাজয়ী ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli। পাটিয়ালায় জাতীয় শিবিরে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ। জাতীয় শিবির থেকে বের করে দেওয়া হয় অচিন্ত্য শিউলিকে। প্যারিস অলিম্পিক্সেও সুযোগ পাবেন না অচিন্ত্য শিউলি। যোগাযোগের চেষ্টা করা হলেও অচিন্ত্য শিউলির প্রতিক্রিয়া মেলেনি।

এক সময় ছিল প্রবল অভাবের সংসার। হাওড়ার দেউলপুরে মাটির দেওয়ালের বাড়িতে টিনের ছাদ। মা জরির কাজ করে সংসার চালাতেন কোনওক্রমে। সাপ্তাহিক রোজগার ছিল মোটে পাঁচশো টাকা। তা-ও নিয়মিত নয় সেই কাজ। দাদা দমকল দফতরের অস্থায়ী কর্মী হিসাবে কর্মরত ছিলেন।

সেই বাড়ি থেকে উঠে এসেই তাক লাগিয়ে দিয়েছিলেন অচিন্ত্য। কমনওয়েলথ গেমসের দু’টি বিভাগে জোড়া সোনা জিতেছিলেন। তার আগে যুব এশিয়ান চ্যাম্পিনশিপে রুপো, বাংলার হয়ে জেতা তিনটি-সোনা – পদকের ছড়াছড়ি। সেই অ্যাথলিটই এবার বড়সড় বিতর্কে। ভারতের জাতীয় ভারোত্তোলন সংস্থা সূত্রে খবর, এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অচিন্ত্যকে সঙ্গে সঙ্গেই ক্যাম্প ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শোনা যাচ্ছে, গত বৃহস্পতিবার রাতে বঙ্গ অ্যাথলিটকে সন্তর্পণে মেয়েদের হস্টেলে ঢুকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিও তুলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার পরেই অচিন্ত্যকে পাটিয়ালার ওই ক্যাম্প থেকে বিতাড়িত করা হয়েছে। ওই ভিডিওটি পাটিয়ালার ইডিকে ও সাই-এর অফিসে পাঠানো হয়েছে বলেও খবর। ভিডিওয় প্রমাণ থাকায় এ নিয়ে আর কোনও তদন্ত কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখেনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)।                                

ইস্তফা প্রধান নির্বাচকের

পদত্যাগ করলেন বাংলার সিনিয়র ক্রিকেট দলের প্রধান নির্বাচক শুভময় দাস। তিনি সিএবি-তে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। শোনা যাচ্ছে, অন্য ভূমিকায় দেখা যেতে পারে বাংলার প্রাক্তন ক্রিকেটারকে। সিএবি-র একাংশ বলছে, বাংলার অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব দেওয়া হতে পারে শুভময়কে। সেই কারণেই কি সিনিয়র দলের নির্বাচকের পদ ছাড়লেন শুভময়? ময়দানে জোর গুঞ্জন।

আরও পড়ুন: IPL 2024: ২৪ ঘণ্টা বিমানযাত্রা করে কলকাতা পৌঁছেও ইডেনে ছক্কার বৃষ্টি মাসল রাসেলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন