Loksabha Election 2024 Polling Dates: সাত দফায় ভোট হবে রাজ্যে, আপনার এলাকায় কবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ? দেখে নিন

জল্পনা সত্যি করে ৭ দফাতেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। শনিবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে নির্ঘণ্ট প্রকাশ করেছেন তাতে পশ্চিমবঙ্গে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এক নজরে দেখে নিন কবে কোথায় হবে ভোটগ্রহণ

প্রথম দফা ১৯ এপ্রিল –

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার

দ্বিতীয় দফা ২৬ এপ্রিল

দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

তৃতীয় দফা ৭ মে

মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর

চতুর্থ দফা ১৩ মে

কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম

পঞ্চম দফা ২০ মে

শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ

ষষ্ঠ দফা ২৫ মে

পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া

কাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর

সপ্তম দফা ১ জুন

কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট

 

পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উত্তর প্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ জুন।