Sehri Timings 17 March Today: আজ ১৭ মার্চ ভোরে কখন সেহরি? জেনে নিন আপনার শহরের সময়

আজ রবিবার অর্থাৎ ১৭ মার্চ পবিত্র রমজান মাসের ষষ্ঠ দিন। আজ ভোরবেলাতেই খাবার খেয়ে ফেলে সারা দিন আর কিছু খাবেন না, রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোরবেলা সেহরি কখন, তাই তা আগে থেকে জেনে রাখা দরকার। সেই বুঝে খাবার খাওয়ার প্রস্তুতি সেরে ফেলতে হয়। আগে থেকে ঠিক করে নিতে হয়, কখন ঘুম থেকে উঠবেন। তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেহরির সময় দেখে নিন আগে থেকে। রাত থাকতে থাকতেই দেওয়া রইল সময়। আলাদা আলাদা প্রতিটি শহরের।

১৭ মার্চ সেহরির সময়

  • কলকাতা: ভোর ৪ টে ২৮ মিনিট।
  • মালদা: ভোর ৪ টে ২৭ মিনিট।
  • দার্জিলিং: ভোর ৪ টে ২৬ মিনিট।
  • শিলিগুড়ি: ভোর ৪ টে ২৫ মিনিট।
  • ইসলামপুর: ভোর ৪ টে ২৭ মিনিট।
  • বালুরঘাট: ভোর ৪ টে ২৫ মিনিট।
  • রায়গঞ্জ: ভোর ৪ টে ২৭ মিনিট।
  • বেলদা: ভোর ৪ টে ৩২ মিনিট।
  • খড়্গপুর: ভোর ৪ টে ৩২ মিনিট।
  • কাঁথি: ভোর ৪ টে ৩১ মিনিট।
  • বোলপুর: ভোর ৪ টে ৩০ মিনিট।
  • সিউড়ি: ভোর ৪ টে ৩১ মিনিট।
  • বর্ধমান: ভোর ৪ টে ৩০ মিনিট।
  • আসানসোল: ভোর ৪ টে ৩৩ মিনিট।
  • দুর্গাপুর: ভোর ৪ টে ৩২ মিনিট।
  • কাটোয়া: ভোর ৪ টে ২৮ মিনিট।
  • কালনা: ভোর ৪ টে ২৮ মিনিট।
  • রানাঘাট: ভোর ৪ টে ২৭ মিনিট।
  • নদিয়া: ভোর ৪ টে ২৭ মিনিট।
  • বসিরহাট: ভোর ৪ টে ২৬ মিনিট।
  • বারাসত: ভোর ৪ টে ২৮ মিনিট।
  • ডায়মন্ড হারবার: ভোর ৪ টে ২৯ মিনিট।