South Africa to monitor Coetzee, Nortje in IPL ahead of T20 World Cup get to know

মুম্বই: একজন চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। একজন গত বছর ওয়ান ডে বিশ্বকাপে (One Day World Cup 2024) দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। প্রথম জন আনরিচ নোখিয়া ও দ্বিতীয় জন গেরাল্ড কোয়েৎজে। আসন্ন আইপিএল (IPL 2024) দু জনের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) রয়েছে। সেখানে ১৫ জনের স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য আইপিএলে নিজেদের সেরাটা দিতে হবে ২ প্রোটিয়া পেসারকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও নজর রেখেছে নোখিয়া ও কোয়েৎজের দিকে। বিশেষ নজর থাকবে প্রোটিয়া শিবিরের সাদা বলের ফর্ম্য়াটের কোচ রব ওয়াল্টারের।

 

২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ওয়ান ডে ম্য়াচে দেখা গিয়েছিল নোখিয়াকে। এরপর থেকে স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছিলেন এই ফাস্ট বোলার। বিশ্বকাপেও খেলতে পারেননি। অন্য়দিকে কোয়েৎজে গত বছরের শেষের দিকে বক্সিং ডে টেস্টে শেষবার খেলতে নেমেছিলেন ভারতের বিরুদ্ধে। এরপর দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও অংশ নিতে পারেননি। সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে ২৩ বছরের এই তরুণ পেসারকে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে ৮ ম্য়াচে ২০ উইকেট নিয়েছিলেন কোয়েৎজে। ইকনমি ছিল ৬.২৩। 

 


আইপিএল শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ। পি চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে। গতবার গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবারের জন্য খেতাব জিতেছিল সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিও অধিনায়ক হিসেবে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবারও তিনিই অধিনায়ক। তবে এবারই হয়ত শেষবার। ৪২ পেরিয়ে যাওয়া ধোনিকে নিয়ে জনপ্রিয়তা যদিও এতুটুকুও কমেনি। সিএসকের জার্সিতে অনুশীলনে নেমে পড়েছেন ক্যাপ্টেন কুল। এমনকী অভিষেকের সময় যে লুকস ছিল। সেই পুরনো সোনালি চুল, তা ফিরিয়ে এনেছেন নিজের মধ্যে। অনেকে তো এমনটাও মনে করছেন যে শুরুতে তিনি যেমন দেখতে ছিলেন, সেই লুকস নিয়েই হয়ত ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন এমএসডি। 

আরও পড়ুন: বিরাটকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অসম্ভব, ভাবাই যায় না: শ্রীকান্ত  

আরও দেখুন