Sports Highlights: কলকাতায় শ্রেয়স, প্র্যাক্টিসে ছক্কার বৃষ্টি রাসেলের, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা:</strong> আইপিএলের আগে কলকাতায় পৌঁছে গেলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নেটে বিধ্বংসী আন্দ্রে রাসেল। পাঞ্জাব কিংসের নতুন জার্সির উন্মোচন। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>শহরে শ্রেয়স</strong></p>
<p><a title="রঞ্জি ট্রফি" href="https://bengali.abplive.com/topic/ranji-trophy" data-type="interlinkingkeywords">রঞ্জি ট্রফি</a>র ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচের শেষ দু’দিন তিনি মাঠে নামতে পারেননি। পিঠের পুরনো চোটই নাকি ফের ভোগাচ্ছে তাঁকে। এমনকী, মুম্বই রঞ্জি দলের কেউ কেউ এমনও বলে দিয়েছেন যে, আইপিএলে শুরুর দিকে অনিশ্চিত তিনি। যা শোনার পর থেকে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের (KKR) সমর্থকেরা মুষড়ে পড়েছিলেন। তাহলে কি এবারও দলের সেরা ব্যাটারকে ছাড়া অভিযানে নামতে হবে?</p>
<p>সব উদ্বেগ, আশঙ্কা উড়িয়ে শনিবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a> (Shreyas Iyer)। রাত দশটা নাগাদ বাইপাসের ধারে টিম হোটেলে চেক ইন করেছেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার। রবিবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্র্যাক্টিসে নেমে পড়তে পারেন তিনি।</p>
<p><strong>বিধ্বংসী রাসেল</strong></p>
<p>শনিবার সকাল সাড়ে সাতটায় তিনি কলকাতার মাটি ছুঁয়েছেন। তার আগে দীর্ঘ বিমানযাত্রা। প্রথমে মায়ামি থেকে দুবাই। তারপর সেখান থেকে কলকাতা। সব মিলিয়ে প্রায় ২৪ ঘণ্টার বিমানযাত্রা। যে কেউই এত লম্বা সময় বিমানে সফর করে ক্লান্ত হয়ে পড়বেন। জেটল্যাগ কাটাতে গা এলিয়ে দেবেন বিছানায়।</p>
<p>কিন্তু&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/andre-russel" data-type="interlinkingkeywords">আন্দ্রে রাসেল</a>&nbsp;(Andre Russell) যেন অন্য ধাতুতে গড়া। বিমানযাত্রার ক্লান্তিও তাঁকে কাবু করতে পারে না। যাঁর নমুনা শনিবার দেখা গেল ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের (KKR) প্র্যাক্টিসে।</p>
<p>শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতায় পৌঁছেছেন রাসেল। সঙ্গে ছিলেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a>ও। বিকেল সাড়ে চারটে নাগাদ কেকেআর টিম বাস যখন ইডেন গার্ডেন্সের সামনে এসে দাঁড়াল, এবং বাস থেকে নারাইন-সহ নাইট ক্রিকেটারেরা একে একে ড্রেসিংরুমের দিকে পা বাড়ালেন, দেখা পাওয়া গেল না তাঁর। তবে কি দিনটি বিশ্রামেই কাটাবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার?</p>
<p>প্রশ্ন শুনে কেকেআর শিবিরের একজন বলে গেলেন, ‘রাসেল আসছে একটু পরে। আলাদা গাড়িতে।’ দেখা গেল, কেকেআরের ক্রিকেটারেরা তখন মাঠে ওয়ার্ম আপ করছেন সবে। ক্লাব হাউসের লন পেরিয়ে দীর্ঘদেহী সবুজ গালিচায় পা রাখলেন। প্র্যাক্টিস দেখতে জড়ো হওয়া শ’খানেক অত্যুৎসাহী জয়োধ্বনি দিতে থাকলেন তাঁর নামে। ‘রাসেল… রাসেল…’।</p>
<p>তিনি একবার ঘুরে হাত নাড়লেন। তারপর সটান হেঁটে গেলেন ইডেনের মাঝের উইকেটের ঠিক পাশে প্র্যাক্টিস নেটে। প্রথমে কিছুক্ষণ হাত ঘোরালেন। পুরো রান আপ নিয়ে নয়, তবে রাসেলকে বল করতে দেখে খুশিই হবে নাইটদের টিম ম্যানেজমেন্ট। রাসেল বল করা মানে দলের হাতে বিকল্প বেড়ে গেল। ডেথ ওভারে বল করতেও সিদ্ধহস্ত ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা।&nbsp;</p>
<p>তার পরের এক ঘণ্টায় যেটা দেখা গেল, তার জন্য হয়তো তৈরি ছিলেন না কেকেআরের অতি বড় সমর্থকও। নেটে ব্যাটিং শুরু করলেন রাসেল। ভুল লেখা হল, ব্যাট নয়। যেন গদা ঘোরাচ্ছিলেন। প্রত্যেকটা বল ব্যাটের মাঝখান দিয়ে ওড়াচ্ছিলেন গ্যালারিতে। খানিক পর ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নেট খুলে নিতে বলা হল <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> শিবির থেকে। নেট খুলেও চলল রাসেলের প্রলয়। ব্যাট হাতে আরও বিধ্বংসী। দেখে কে বলবে যে, লোকটা প্রায় একটা গোটা দিন বিমানযাত্রা করে এসেছে!</p>
<p><strong>ধবনদের নতুন জার্সি</strong></p>
<p>আইপিএলে (IPL 2024) সৌভাগ্যের খোঁজে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অধরা ট্রফি জয়ের লক্ষ্যে এবার জার্সি বদলে ফেলল প্রীতি জিন্টার দল।</p>
<p>সপ্তদশ&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>&nbsp;শুরু হতে আর মাত্র দিন সাতেক বাকি। তার আগে শনিবার নিজেদের নতুন জার্সি উন্মোচন করল পাঞ্জাব কিংস। অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন ক্ষেত্রের নামীরা। কমেডিয়ান যশমিত সিংহ ভাটিয়া পারফর্ম করেন। পাঞ্জাবি অভিনেতা ও গায়ক জিপ্পি গ্রেওয়ালও পারফর্ম করেন। নতুন জার্সির উন্মোচন হয় টিম মালকিন প্রীতি জিন্টা ও অধিনায়ক শিখর ধবনের হাতে।</p>
<p><strong>বিতর্কে অচিন্ত্য</strong></p>
<p>জাতীয় স্তরের ভারোত্তোলকের (Indian weightlifter) বিরুদ্ধে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ। বিতর্কে কমনওয়েলথে সোনাজয়ী ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli। পাটিয়ালায় জাতীয় শিবিরে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ।জাতীয় শিবির থেকে বের করে দেওয়া হয় অচিন্ত্য শিউলিকে। প্যারিস অলিম্পিক্সেও সুযোগ পাবেন না অচিন্ত্য শিউলি। যোগাযোগের চেষ্টা করা হলেও অচিন্ত্য শিউলির প্রতিক্রিয়া মেলেনি।</p>
<p><strong>রঞ্জি জিতেই আইপিএলে</strong></p>
<p>হাতে আর মাত্র এক সপ্তাহ। আইপিএলের প্রস্তুতি পর্ব পুরোদমে শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিগুলো। ঘরোয়া ক্রিকেট খেলা প্লেয়াররা আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার তারকা ক্রিকেটাররাও ধীরে ধীরে যোগ দেওয়া শুরু করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিলেন দলের তারকা অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কিছুদিন আগেই মুম্বইয়ের (Mumbai Indians) অধিনায়ক হিসেবে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছেন। এবার তার দু দিনের মাথাতেই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন একসময়ে জাতীয় দলে টেস্টে বিরাটের ডেপুটি। অন্য়দিকে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)। তিনিও&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের জন্য অনুশীলন শুরু করে দিলেন। চেনা মেজাজেই নতুন জার্সি পরে অনুশীনে দেখা গেল গব্বরকে।</p>