ভোটের আগে রাজ্যে ৩০,০০০ অজামিনযোগ্য ওয়ারেন্ট কার্যকর হয়নি, দাবি কমিশনের

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভোট, চলবে আগামী ১ জুন পর্যন্ত। এই অবস্থায় জামিন-অযোগ্য ওয়ারেন্ট জারি হওয়া সত্ত্বেও রাজ্যে কতজন গ্রেফতার হয়নি, তা নিয়ে তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তথ্য অনুযায়ী, বাংলায় ২৯,৫৫৬টি জামিন-অযোগ্য ওয়ারেন্ট কার্যকর হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাজ্য পুলিশকে সতর্ক করেছে কমিশন। 

আরও পড়ুনঃ জঙ্গলমহলে কবে লোকসভা নির্বাচন?‌ ভোট নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই কলকাতায় কমিশনের অফিস থেকে সাংবাদিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তাতেই তিনি এই তথ্য জানিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই অজামিনযোগ্য ওয়ারেন্টগুলির মধ্যে শুধুমাত্র কলকাতাতেই এর সংখ্যা ৩ হাজারের বেশি। এই অবস্থায় এই সমস্ত ওয়ারেন্ট দ্রুত কার্যকর করতে বলেছে কমিশন। সাধারণত ভোটের সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা না হয়, তার জন্য প্রতিবারই এবিষয়ে অপরাধীদের গ্রেফতার করার নির্দেশ দিয়ে থাকে কমিশন। 

যদিও এ নিয়ে সমালোচনা করেছে রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এত অল্প সময়ের মধ্যে জামিন-অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে বলেছে, যা সহজ কাজ নয়, বলেই জানিয়েছে রাজ্য সরকার।  

প্রসঙ্গত, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চলতি মাসের শুরুর দিকে রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তখন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশপাশি বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের আমলাদের সতর্ক করেছিল ফুল বেঞ্চ। তখনও মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার রাজ্যের পুলিশ প্রশাসনকে শীঘ্রই জামিন-অযোগ্য ওয়ারেন্ট জারি হওয়া ব্যক্তিদের গ্রেফতারি কার্যকর করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছিল। 

এছাড়াও, সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে কমিশনের সদস্যরা পুলিশকে সতর্ক করে বলেছিলেন, ভোটের আগে হিংসা প্রতিরোধে সমস্তরকমভাবে প্রচেষ্টা করতে হবে এবং জনগণের প্রতিটি অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। অন্যদিকে, এদিন লোকসভা নির্বাচনের সময়ে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আশ্বস্ত করেছেন।