সভাপতি প্রার্থী খুঁজে পেয়েছেন নিপুণ

ইলিয়াস কাঞ্চন সরে যাওয়ায় বিপাকে পড়েছেন নিপুণ আক্তার। তবে বিষয়টি উড়িয়ে দিলেন নায়িকা। জানালেন সভাপতি প্রার্থী খুঁজে পেয়েছেন তিনি। এদিকে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। তবে সেখানে কারা কারা থাকছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

প্রার্থী না পাওয়ায় কোনো চাপে রয়েছেন কিনা জানতে চাইলে নিপুণ সংবাদ মাধ্যমকে বলেন, ‘না, কোনো চাপ নেই। গতবার তো শূন্য থেকে এই জায়গায় এসেছি। আর এবার তো আমার তৈরি মাঠ। সভাপতি প্রার্থী ঠিকঠাক হয়ে গেছে।

এদিকে একটি সুত্র থেকে জানা গেছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার চিত্রনায়ক মাহমুদ কলিকে নিয়ে নির্বাচনে লড়বেন মিশা-ডিপজল’র বিপক্ষে।

এর আগে মাহমুদ কলি শিল্পী সমিতির দুই দফা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পর আবারও সমিতির নির্বাচনে দেখা যাবে তাকে।

কে এই মাহমুদ কলি: মাহমুদ কলি ছিলেন আশি ও নব্বই দশকের নায়ক। তার পারিবারিক নাম মাহমুদুর রহমান উসমানী। তিনি বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলি’র ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই তিনি চলচ্চিত্রে আসেন। এরপর দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা।

মাহমুদ কলি’র প্রথম চলচ্চিত্র ‘মাস্তান’। তিনি এই চলচ্চিত্রে সহ-অভিনেতার ভূমিকায় ছিলেন। এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভুমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।