Lok Sabha Vote 2024: দুয়ারে ভোট, দিল্লিতে ডাক পড়ল সুকান্ত-শুভেন্দুর, গুরুত্বপূর্ণ মিটিং

বাংলায় এখনও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এদিকে ভোটের দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। একাধিক আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে কানাঘুষো চলছে। দেওয়াল লিখনও চলছে। কিন্তু চূড়ান্ত তালিকা কোথায়? সময় তো বেশি নেই। তবে তার মধ্য়েই এবার সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে জরুরী কারণে ডাকা হল দিল্লিতে। 

রবিবার রাতেই কলকাতা থেকে দিল্লি চলে যেতে পারেন শুভেন্দু। অন্যদিকে সোমবার সকাল সকাল দিল্লি যেতে পারেন সুকান্ত। আর সোমবারই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক আছে সুকান্ত-শুভেন্দুর। জেপি নাড্ডাও সেই বৈঠকে থাকতে পারেন। মনে করা হচ্ছে বাংলার বাকি আসনে কে কোথায় প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা হতে পারে। সেটা নিয়েই এবার আলোচনা হবে। কারণ একাধিক আসন নিয়ে এখনও জটিলতাটা থেকেই গিয়েছে। 

প্রথম কথা হল তমলুকে প্রার্থী কে? দ্বিতীয় বিষয় হল আলিপুরদুয়ারে জন বার্লাকে সরিয়ে দিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়েছে। আবার জলপাইগুড়িতে বর্তমান বিজেপি এমপি জয়ন্ত রায়কে টিকিট দেওয়া কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। সেই সঙ্গেই বাংলার একাধিক আসন নিয়ে কিছুটা জট থেকেই গিয়েছে। আসানসোল লোকসভা আসনে কে প্রার্থী হবেন তা নিয়েও জট থেকেই গিয়েছে। কারণ এই আসনে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু তারপরেই বিতর্ক উসকে দেন তৃণমূল নেতৃত্ব। তারপরই তিনি প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি ওই আসনে লড়বেন নাকি তাঁর জন্য অন্য় আসন বরাদ্দ হবে সেটা এখনও পরিস্কার হয়নি। এদিকে হাতে আর সময় বেশি নেই। 

সেক্ষেত্রে এখনই বাকি আসনে প্রার্থী ঘোষণা না করলে তাঁরা লড়ার জন্য কতটা সময় পাবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। তার থেকেও বড় কথা ক্রমাগত খোঁচা দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। নীচু তলার কর্মীরাও বুঝতে পারছেন না কীভাবে এই কয়েকদিনের মধ্য়ে প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এরপর এলাকায় প্রতিটি বাড়িতে প্রচারের বিষয় রয়েছে। সেই সঙ্গেই সভা সমিতি, দেওয়াল লিখন সবই রয়েছে। 

তবে সবথেকে বড় বিষয় হল উত্তরবঙ্গকে সামাল দেওয়া যাবে কীভাবে? কারণ উত্তরবঙ্গের ভোট একেবারে প্রথম দিকে। কিন্তু এখনও একাধিক আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে প্রচার এই মাত্র কয়েকদিনে কী আদৌ সম্ভব? মনে করা হচ্ছে সেই প্রার্থী সংক্রান্ত জট কাটাতেই এবার বাংলার দুই নেতাকে ডাকা হল দিল্লিতে।