ইনজুরিতে উঠে গেলেন সৌম্য, তার পরিবর্তে ব্যাটিংয়ে তামিম 

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ে একের পর এক ইনজুরিতে পড়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। যে কারণে এই ম্যাচে প্রথম ইনিংসেই স্বাগতিক চার ক্রিকেটারকে যেতে হয়েছে মাঠের বাইরে।

শুরুটা হয়েছিল ব্যাটার এনামুল হক বিজয়কে দিয়ে। কাভারে দুর্দান্ত ফিল্ডিং করার সময় পায়ে ব্যথা পান বিজয়! পরে মাঠের বাইরে গিয়ে সেবা শুশ্রূষা নিয়ে আবারও ফিরে আসেন ফিল্ডিংয়ে। এরপর ইনিংসে আরও তিন তিনবার বিপজ্জয়। স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজ ও জাকের আলি অনিককে। বোলিংয়ে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে বসে পড়তে দেখা যায় পেসার মুস্তাফিজুর রহমানকে। এরপর মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে। সবশেষ কি অবস্থা সেটিও অবশ্য জানা যায়নি।

এরপর বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। তৎক্ষনাৎ এই অলরাউন্ডারও যান মাঠের বাইরে। ইনিংসের ৫০তম ওভারে এসে আবারও বাধে বিপত্তি। বদলি হিসেবে ফিল্ডার নামা জাকের আলি অনিকের সঙ্গে ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ হয় বিজয়ের। জাকের আঘাত পান বুকে, এরপর তাকেও মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। 

তবে বিপাকে বাংলাদেশ পড়েছে সৌম্য সরকারের ইনজুরির কারণে। ব্যাথা পেয়ে উঠে যাওয়ার পর বাংলাদেশের ইনিংস শুরু করার মত অবস্থানে নেই সৌম্য। যার কারণে কনকাশন সাব হিসেবে ওপেন করতে নেমেছেন তানজিদ তামিম। বিজয়ের সঙ্গে বাংলাদেশের ইনিংসের শুরুটা তিনিই করেছেন। 

সবশেষ পাওয়া তথ্যমতে, ওয়ানডে সিরিজ জিততে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৩৬ রানের জবাবে ব্যাট করছে টাইগররা।