সাবেক এমপি শওকত চৌধুরীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে এ চার্জশিট দাখিল করবেন।

সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে ১১৮ কোটি ছয় লাখ ৯১ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে (চার্জশিট) বলা হয়, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী ২০১৭ সালের ১৪ জুন দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণীতে তিনি ১১৮ কোটি ছয় লাখ ৯১ হাজার ৭৩৮ টাকার সম্পদ গোপন করে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করেন। একইসঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত ২৪ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেন।

অভিযোগপত্রের আরও বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী ১৪৩টি দলিলে নীলফামারী, রংপুর, ঢাকা ও চট্টগ্রামে মোট ১৪ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৬৪৮ টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি একটি জিপ গাড়ি, সাতটি ট্রাক, দুটি কোম্পানির শেয়ার ক্রয়, ব্যাংকের স্থিতি ও ব্যবসার পুঁজিসহ ১১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ২২৭ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেন। তিনি ১৪ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৬৪৮ টাকার স্থাবর সম্পদ এবং ১১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ২২৭ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১২৯ কোটি ১১ লাখ চার হাজার ৮৭৫ টাকার সম্পদ অর্জন করেন। এ সম্পদের মধ্যে তার দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১১৮ কোটি ছয় লাখ ৯১ হাজার ৭৩৮ টাকার সম্পদ গোপন করেছেন। এ সম্পদের বিপরীতে তিনি বৈধ আয়ের কোনও উৎস দেখাতে পারেননি।