Garden Reach update: গার্ডেনরিচের জের, ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ, তালিকা করে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ

রবিবার রাতে গার্ডেনরিচে ভেঙে পড়েছে বেআইনি বহুতল। এই ঘটনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন আট জন। রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছিলেন। সোমবার পুর আধিকারিকদের অবিলম্বে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিলেন মেয়র। একই সঙ্গে ১৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।

পুর আধিকারিকদের অবিলম্বের বেআইনি বাড়ির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা ধরে বাড়ি ভাঙাতে বলা হয়েছে। সোমবার বিকালে ডিজি বিল্ডিংয়ের সঙ্গে বৈঠক করেন মেয়র। সেই বৈঠকে তিনি এই নিয়ে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন। পুর আধিকারিকদের প্রতিদিন সকালে অফিসে এসেই সকাল সাড়ে দশটার মধ্যে নিজ এলাকায় ঘুরে বেড়াতে হবে। কোথাও কোনও বেআইনি নির্মাণ হচ্ছে কিনা সে দিকে নজর রাখতে হবে। যদি কোথাও কোনও বেআইনি নির্মাণ চোখে পড়ে তবে অবিলম্বে তা ভাঙার ব্যবস্থা করতে হবে। ওই দিন রিপোর্ট তৈরি করে পরের দিন তা ভেঙে ফেলতে হবে।

আরও পড়ুন। গার্ডেনরিচে ধ্বংসস্তূপের নীচ থেকে এল কাতর আর্তনাদ, আমাকে বের করো!

গর্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার পর বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তা সরব হয়েছেন কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে। বিরোধী কাউন্সিলরদের বক্তব্য, মেয়র প্রায়শই বেআইনি নির্মাণের বিরুদ্ধে গর্জে ওঠেন। নানা কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। অথচ বাস্তব দেখা যাচ্ছে বজ্র আঁটুনি ফস্কা গেরো। দিব্যি কাউন্সিলারদের নাকের ডগায় বেআইনি নির্মাণ হয়ে চলেছে।

পুরসভার তথ্য অনুযায়ী ১৩৪ নম্বর ওয়ার্ডেই ৭০টির বেশি বেআইনি নির্মাণ রয়েছে। ৮ থেকে ১০ বাড়ি রয়েছে ওই এলাকায়, যেগুলি তৈরির পরই হেলে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

আর পড়ুন। অ্যাক্সিডেন্ট নয়! গার্ডেনরিচে গিয়ে রাজ্যপাল যা বললেন, ‘অস্বস্তি’ বাড়ল সরকারের

পুর আধিকারিকদের যুক্তি মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, তপসিয়া ও তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে যাওয়া কার্যত অসম্ভব। ওই সব এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে জীবনের ঝুঁকি থেকে যায়। এই বক্তব্য তাঁরা একাধিকবার মেয়রকে জানিয়েছেন। আধিকারিকদের এই যুক্তি মেনে নিয়েই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রয়োজনের পর্যাপ্ত পুলিশ নিয়ে বেআইনি নির্মাণ ভাঙতে হবে।

আরও পড়ুন। দুধ সরবারহকারী থেকে প্রোমোটার, গার্ডেনরিচ কাণ্ডে ধৃত ওয়াসিমের উত্থান কী ভাবে?