Indian Student Death in America: ফের আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যু, মর্মান্তিক পরিণতি হয়েছিল বাঙালি শিল্পীরও

ফের মর্মান্তিক মৃত্যু। আমেরিকার বস্টনে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুতে অস্বাভাবিক কিছু নেই বলে দাবি করা হয়েছে। নিউ ইয়র্কে কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছে, বস্টনে ভারতীয় ছাত্রের মৃত্যুতে আমরা মর্মাহত। অভিজিৎ পারুচুরুর মৃত্যুতে আমরা শোকাহত। 

এদিকে কনস্যুলেটের তরফে বলা হয়েছে, কোথাও কোনও অসংগতি হয়নি বলেই মনে হচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেহ ভারতে যাতে যায় তার যাবতীয় ব্যবস্থা করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। ইন্ডিয়ান-আমেরিকান অথরিটির মাধ্য়মে এই কাজ করা হয়েছে বলে খবর। 

এদিকে সূত্রের খবর, ওই যুবকের বয়স ছিল ২০ বছর। তার আসল বাড়ি অন্ধ্রপ্রদেশ। সেখানে মরদেহ পাঠানো হয়েছে। মার্কিন সংস্থা TEAM Aid এই দেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করেছে। 

তবে এবারই প্রথম নয়, ২০২৪ সালের প্রথম থেকেই আমেরিকায় একের পর এক ভারতীয় ছাত্র ও ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়াদের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। 

মার্চ মাসেই অমরনাথ ঘোষ নামে এক ভারতীয় নৃত্যশিল্পীর রহস্যজনক মৃত্য়ু হয়েছিল আমেরিকায়। নাচের স্বপ্ন পূরণ করতে অমরনাথ ঘোষ নামে ওই বাঙালি শিল্পী আমেরিকায় গিয়েছিলেন। সেন্ট লুইস আকাদেমির কাছে তাকে গুলি করা হয়েছিল বলে অভিযোগ। 

এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গত ৫ ফেব্রুয়ারি ২৩ বছর বয়সি এক ইন্ডিয়ান- আমেরিকান ছাত্রের মৃত্যু হয়। 

২রা ফেব্রুয়ারি বিবেক তানেজা নামে ৪১ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত এক আইটি এক্সিকিউটিভের উপর হামলা হয় একটি রেস্তরাঁর বাইরে।