IPL 2024 Mumbai Indians shares mysterious photo fans wonder about identity

মুম্বই: ছবি আর তার সঙ্গে যুতসই ক্যাপশন, আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগে সব দলই সমর্থকদের জন্য সোশ্যাল মিডিয়া সাজিয়ে দিচ্ছে। ব্যতিক্রমী নয় মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians)। তাদের শিবিরের বেশিরভাগ খবর সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

তবে ব্যতিক্রম হল সোমবার। এদিন বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। আলোআঁধারি ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন। আর চেয়ে রয়েছেন জানালার বাইরে। বাইরে দিগন্তবিস্তৃত সমুদ্র। মেরিন ড্রাইভ। বহুতল। ছবিটিতে কোনও ক্যাপশন দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। ভক্তরা যা দেখে জল্পনা শুরু করে দেন। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে কে এই আগন্তুক। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা জানতে চান, কেন ক্যাপশন দেওয়া হয়নি? এই ব্যক্তি কে?

তবে ভক্তদের বুঝতে খুব একটা সমস্যা হয়নি। ওই রহস্যময় ছবিটি আসলে রোহিত শর্মার। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক। ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটনও তাঁর হাতে। সদ্য টেস্টে ইংল্যান্ডকে ৪-১ দুরমুশ করে সিরিজ জিতেছেন। তবে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে সরিয়ে অধিনায়ক করেছে হার্দিক পাণ্ড্যকে। সেই হার্দিক, ২০২২ সালের আইপিএলের আগে যাঁকে রিটেন করেনি মুম্বই। শোনা গিয়েছিল, মুকেশ ও নীতা অম্বানির দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে হার্দিকের। হার্দিক সেবার যোগ দেন গুজরাত টাইটান্সে। সেবার তিনি দলকে চ্যাম্পিয়নও করেন। গত আইপিএলেও নজর কেড়ে নিয়েছিলেন অধিনায়ক হার্দিক। তাঁর নেতৃত্বে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গুজরাত টাইটান্স। ফাইনালেও উঠেছিল। তবে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় গুজরাত টাইটান্স।

এবার হার্দিক ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁকে ট্রেডিং উইন্ডো মারফত দলে নেয় মুম্বই। আর পুরনো দলে ফিরেই গুরুদায়িত্ব পেয়েছেন হার্দিক। তাঁকে অধিনায়ক ঘোষণা করে দিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। যদিও কেন রোহিতকে সরানো হল, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে। রোহিত মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে বেরিয়ে যাবেন কি না, তা নিয়েও শুরু হয় চর্চা।

 

তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন রোহিত। হিটম্যানকে দেখে স্বস্তিতে ভক্তরাও। ব্যাট হাতেই কি সব জবাব দেবেন রো-হিট?

আরও পড়ুন: রোহিতের পথেই হাঁটবেন ক্যাপ্টেন হার্দিক, দায়িত্ব নিয়েই বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন